শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

র‌্যাশফোর্ড টাইব্রেকারে কিক নিতে প্রস্তুত

  • আপডেট সময় রবিবার, ৪ ডিসেম্বর, ২০২২, ৮.০৯ এএম
  • ৩৫ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥

ইংল্যান্ডের জন্য আবারও টাইব্রেকারে কিক নিতে প্রস্তুত মার্কাস র‌্যাশফোর্ড। ইংল্যান্ডের আগের ম্যাচের নায়কও এই র‌্যাশফোর্ড।

গত বছর ইউরো কাপ ফাইনালে টাইব্রেকারে ইটালির কাছে হার মানতে হয় ইংল্যান্ডের। সেই টাইব্রেকারে দুটি শট মিস করেছিলেন র‌্যাশফোর্ড এবং বুকায়ো সাকা। ফলে হারতে হয়েছিল ইংল্যান্ডকে।

দ্য গার্ডিয়ান জানিয়েছে, রবিবার (৪ ডিসেম্বর) সেনেগালের বিরুদ্ধে শেষ ষোলোর ম্যাচে যদি আবার একই পরিস্থিতি দাঁড়ায়, তা হলে কোচ গ্যারেথ সাউথগেট ফের ডেকে নেবেন এই দুই ফুটবলারকেই।

ইংল্যান্ডের প্রচার মাধ্যমে র‌্যাশফোর্ড বলেছেন, ‘টাইব্রেকে শট নেওয়াটা একটা বড় ব্যাপার। আশাকরি, আরও একটা পেনাল্টি নেওয়ার সুযোগ পাব। সে দিকেই তাকিয়ে আছি।’

বিশ্বকাপের ইতিহাস বলছে, টাইব্রেকারে ইংল্যান্ডের রেকর্ড মোটেই ভাল নয়। তাই পুরো বছর ধরেই নাকি পেনাল্টি শুট আউটের মহড়া চালিয়েছেন ইংল্যান্ডের ফুটবলাররা। যাতে কাতারে এ রকম পরিস্থিতির মুখে পড়লে সামাল দেওয়া যায়। ইংল্যান্ড দলের অন্যতম সদস্য জন স্টোনস সাংবাদিকদের জানিয়েছেন, তারা জানেন না, কে কখন শট মারবেন। কারণ ওই সময় কে মাঠে থাকবেন, তার উপরে সব নির্ভর করবে।

স্টোনস আরও বলেন, ‘চার বছর আগে আমরা আমাদের প্রথম শুট আউটে জিতেছিলাম। যেটা দল হিসেবে আমাদের কাছে একটা বড় পদক্ষেপ ছিল। যদিও ইউরোয় আমাদের প্রত্যাশা মতো ব্যাপারটা ঘটেনি।’

পেনাল্টি নেওয়া নিয়ে তারা যে, অনুশীলনে জোর দিচ্ছেন, সেটাও পরিষ্কার করেছেন ইংল্যান্ডের এই ডিফেন্ডার।

স্টোনস বলেছেন, ‘আমরা পেনাল্টি নেওয়া নিখুঁত করার জন্য অনেক পরিশ্রম করছি। খুঁটিনাটি ব্যাপারের উপরে জোর দিয়েছি। অতীত রেকর্ড দেখছি। ইউরোয় কী হয়েছিল, তাও দেখা হচ্ছে। আবার ব্যক্তিগতভাবে কারও উপরে যদি বিশেষ নজর দিতে হয়, তাও দেওয়া হচ্ছে।’

খাতা-কলমে অবশ্যই সেনেগালের চেয়ে এই লড়াইয়ে এগিয়ে ইংল্যান্ড। কিন্তু এই বিশ্বকাপে যেভাবে তথাকথিত ছোট দলগুলো চমকে দিচ্ছে, তাতে সব কিছুই সম্ভব। সেনেগালও সেই আশাতেই নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে।

বিশেষজ্ঞরা মনে করছেন, সাদিয়ো মানে ছাড়াও সেনেগালের এই দলটা যথেষ্ট শক্তিশালী। যেটা মানেন ইংল্যান্ডের ম্যানেজার সাউথগেটও।

সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, ‘র‌্যাঙ্কিংয়ে আমরা হয়তো উপরে, কিন্তু ওরাও খুব বিপজ্জনক দল।’

 

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com