নিজস্ব প্রতিবেদক:
করোনার প্রকোপ ঠেকাতে গত বছর প্রথম বিধিনিষেধ আরোপ করা হলে অন্যান্য খাতের মতো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় সরকারের উন্নয়ন প্রকল্প। বিভিন্ন প্রকল্পের বিদেশি পরামর্শক–প্রকৌশলী–কর্মীদের নিজ দেশে ফিরে যাওয়া, মালামাল আমদানি করতে না পারা, কর্মীদের করোনায় আক্রান্ত হওয়া, রিসোর্স স্থানান্তর করতে না পারাসহ নানা জটিলতায় পড়ে প্রকল্পগুলো। ফলে প্রকল্পের গতি মুখ থুবড়ে পড়ে। মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতেও ধস নামে।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছর করোনার মধ্যে চলতি ২০২০–২১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়। বাজেটে চলতি অর্থবছরের বার্ষিক
উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ১ হাজার ৭২৪টি প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়। এদিকে গত বছরই করোনার প্রকোপ কমতে শুরু করলে ফের গতি ফিরতে থাকে উন্নয়ন প্রকল্পে। সরকারসহ আন্তর্জাতিক সংস্থাগুলো ধারণা করেছিল, চলতি অর্থবছরে করোনা অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। এতে গতি ফিরবে উন্নয়ন প্রকল্পে। কিন্তু চলতি বছরের মার্চ-এপ্রিলে ফের করোনার প্রকোপ বেড়ে যায়। করোনা নিয়ন্ত্রণে দ্বিতীয় দফায় বিধিনিষেধ তথা লকডাউন আরোপ করে সরকার। এক মাস ধরে চলছে সেই লকডাউন। কাজ বন্ধ না থাকলেও লকডাউনে সঙ্কটে পড়েছে ১ হাজার ৭২৪ উন্নয়ন প্রকল্প। সেই সঙ্গে চলতি অর্থবছরে যেসব নতুন প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে, সেসব প্রকল্পের অগ্রগতিতেও ভাটা পড়েছে।