মঙ্গলবার, ২০ মে ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

লভ্যাংশ অনুমোদন মেঘনা সিমেন্টের

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ৮.১২ এএম

এফবিডি ডেস্ক॥
পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা সিমেন্ট মিলস লিমিটেডের ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে । সভায় ২০২১-২০২২ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ।

আজ (২৯ ডিসেম্বর) ভার্চুয়াল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির ঊর্ধ্বতন উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরী।

শত প্রতিকূলতার সত্ত্বেও আলোচ্য বছরের নগদ শেয়ার লভ্যাংশ ও বোনাস শেয়ার ঘোষণাকে কোম্পানির সাফল্যের ইতিবাচক প্রতিফলন বলে মন্তব্য করেন বিনিয়োগকারীরা। একই সঙ্গে সন্তোষ প্রকাশ করেন তাঁরা।

অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন- নিরপেক্ষ পরিচালক মো. নূরুল করিম, কোম্পানির পরিচালক মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার খান, মো. ফখর উদ্দিন, মো. তারিকুল ইসলাম চৌধুরী, ডিএমডি মো. ইমরুল হাসান, প্রধান পরিচালন কর্মকর্তা রাজিব সামাদ, প্রধান অর্থ কর্মকর্তা নূরে আলম সিদ্দিকি এবং কম্পানি সচিব মো. আসাদুজ্জামান এসিএসসহ বিধিবদ্ধ নিরীক্ষকরা। এ সময় উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী বার্ষিক সাধারণ সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com