এফবিডি ডেস্ক॥
সপ্তাহের প্রথম কর্মদিবস (রবিবার) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে ডিএসইতে টাকার অংকে লেনদেন কমে ৩০০ কোটির ঘরে এসেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন ডিএসইতে ৭২৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিনের তুলনায় আজ ডিএসইতে ৭৩ কোটি ৭৮ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গত ১০ নভেম্বর বৃহস্পতিবার ডিএসইতে ৭৯৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
আজ ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১১ দশমিক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ দশমিক ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০৪ পয়েন্টে।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৬টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২২১টির।