এফবিডি ডেস্ক॥
চীনে নতুন করে কভিড-১৯ প্রাদুর্ভাবেবর কারনে ১০ শতাংশ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে স্মার্টফোন উৎপাদন ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান শাওমি করপোরেশন।
সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, কোম্পানির তৃতীয় প্রান্তিকের রাজস্ব আয় ৯ দশমিক ৭ শতাংশ কমেছে । চীনের কোভিড ১৯ বিধিনিষেধ এবং ভোক্তাদের স্মার্টফোনের চাহিদা কমে যাওয়ার কারণে স্মার্টফোনের বিক্রি ৬০ শতাংশ কমেছে। যা গতবছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ কম। শাওমির মোট ৩৫ হাজার ৩১৪ জন কর্মী আছে যার ৩২ হাজার কর্মীই চীনে কর্মরত।
শাওমি কোম্পানির একজন মুখপাত্র বলেন, মোট জনবলের ১০ শতাংশেরও কম কর্মী ছাঁটাই করা হবে। এছাড়া ছাঁটাইকৃত স্থানীয় কর্মীদের প্রতিষ্ঠানের নিয়মনীতি মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।