বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৫ পুলিশ হত্যা : সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি মুঠোফোনে কথা বলা, রেস্তোরাঁ, পোশাকে ভ্যাট কমানোর আদেশ জারি আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ‘১৩ বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছি’ চাঁদা না দেয়ায় সাতক্ষীরায় বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই: সারজিস আলম ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন মামুন চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা॥ তিনজন মিলে একাধিকবার ছুরিকাঘাত, বুলেটপ্রুফ জ্যাকেট পরেও রক্ষা পাননি তানজিম

শুল্ক ছাড়া ট্যাক্স স্ট্যাম্প আমদানি করতে চায় বিএটি, আবেদন এনবিআরে

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৪.০২ পিএম
  • ৫৭ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ শুল্ক ছাড়াই ট্যাক্স স্ট্যাম্প আমদানি করতে চায়। কোম্পানিটির এ-সংক্রান্ত একটি আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এসেছে।

বাংলাদেশের বর্তমান আইনে শুল্ক ছাড়া পণ্য আমদানির সুবিধা না থাকায় বিএটি সরকারের কাছে শুল্ক ছাড় সুবিধা চেয়েছে। প্রতিষ্ঠানটি এ-সংক্রান্ত আবেদন বাণিজ্য মন্ত্রণালয়ে করলে বিষয়টি আমলে নিয়ে চিঠিটি এনবিআরে পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সুদানে প্রায় ২০ বিলিয়ন ডলারের সিগারেট রফতানি করা সম্ভব। এজন্য সুদানের প্রতিষ্ঠান থেকে ট্যাক্স স্ট্যাম্পে শুল্ক ছাড়া আমদানির সুযোগ চাওয়া হয়েছে।

এনবিআর সূত্র জানায়, বিএটি সম্প্রতি সুদানে লর্ড রিডস ব্র্যান্ডের সিগারেট রফতানির প্রস্তাবনা পেয়েছে। এর আলোকে সুদানে সিগারেট রফতানি করতে চায় প্রতিষ্ঠানটি। বাংলাদেশের মতো সুদানেও ট্যাক্স স্ট্যাম্প লাগিয়ে সিগারেট বাজারজাত করতে হয়। এ কারণে সুদান সরকার অনুমোদিত

প্রতিষ্ঠান থেকে ট্যাক্স স্ট্যাম্প আদমানি করতে চায় ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো। এ ক্ষেত্রে সুদান সরকার অনুমোদিত প্রতিষ্ঠান ডি লা রু এফওসি (ফ্রি অব কস্ট) সুবিধায় ট্যাক্স স্ট্যাম্প সরবরাহ করবে।

বিএটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, নতুন করে রফতানির জন্য এই আবেদন করা হয়েছে। সুযোগ থাকলে এনবিআর দেবে, না হলে বাতিল করবে। রফতানি বাড়াতে এ ধরনের সুবিধা চাওয়া হয়েছে বলে জানান তিনি।

এনবিআর জানিয়েছে, ট্যাক্স স্ট্যাম্পের শুল্ক ৫৮ শতাংশ। আর ট্যাক্স স্ট্যাম্প কেজি হিসেবে শুল্কায়ন করা হয়। সে ক্ষেত্রে প্রতি কেজির শুল্কায়ন মূল্য ধরা হয় দুই থেকে আড়াই ডলার। বছরে প্রায় ২০ মিলিয়ন ডলার বা ২২০ কোটি টাকা রফতানি আয়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বিএটি। এজন্য নির্ধারিত পরিমাণ ট্যাক্স স্ট্যাম্প শুল্ক ছাড়া আনতে চায় প্রতিষ্ঠানটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com