শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য হেনরীর সম্পদ ক্রোকের আদেশ আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট

শেয়ার কারসাজির জন্য নভেম্বরে ২৬ কোটি টাকা জরিমানা

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৯.১৯ এএম
  • ৩৯ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥

শেয়ার কারসাজিতে জড়িত থাকায় গত নভেম্বরে কয়েকজন বিনিয়োগকারীকে ২৬ কোটি ৫০ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। অলটেক্স, বিবিএস কেবল, নেহা অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার কারসাজিতে জড়িত থাকার পরিপ্রেক্ষিতে এ জরিমানা করা হয়। এ ছাড়া গত মাসে মিউচুয়াল ফান্ড বিধিমালা পরিপালন না করায় আলিফ অ্যাসেটস ম্যানেজমেন্ট লিমিটেডকে ৫ লাখ টাকা জরিমানা করেছে কমিশন।

বিএসইসি সূত্র জানিয়েছে, ব্যাংকো ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হামদুল ইসলামকে সর্বোচ্চ ১০ কোটি টাকা জরিমানা করার পাশাপাশি তাকে পুঁজিবাজারের সব ধরনের কার্যক্রম থেকে আগামী ৫ বছর নিষিদ্ধ করা হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আদেশ জারির পরবর্তী ৩০ দিনের মধ্যে কমিশনের অনুকূলে ইস্যুকৃত ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জরিমানার অর্থ জমা করতে বলা হয়েছে। তা না হলে সংশ্লিষ্ট ব্যক্তির নামের বিও হিসাব থেকে অর্থ উত্তোলন ও লিংক হিসাবের মাধ্যমে শেয়ার স্থানান্তর বন্ধ থাকবে। জরিমানাপ্রাপ্তরা হলেন জসীম উদ্দিন ও তার সহযোগী সাহিদা আরাবি, মো আব্দুস সুলতান, কাজী এমদাদুর হক, মো সাইফুল ইসলাম হেলালি এবং হোসনে আরা বেগম।

সূত্র জানিয়েছে, সাহিদা আরাবি মোহাম্মদ হামদুল ইসলামের স্ত্রী, শ্বশুর আব্দুস সুলতান, বোনের স্বামী কাজী এমদাদুর হক, ভাই সাইফুল ইসলাম হেলালি এবং বোন হোসনে আরা বেগম মিলে বিবিএস কেবল, নেহা অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৫৬ লাখ ৪৫ হাজার শেয়ার কেনে, যা কমিশনের তদন্তে কারসাজিতে জড়িত থাকার প্রমাণ মেলে। যে জন্য কমিশন বিধি লঙ্ঘনের দায়ে  অধ্যাদেশ ক্ষমতায় মোহাম্মদ হামদুল ইসলামকে ১০ কোটি টাকা জরিমানা এবং আগামী ৫ বছর সব ধরনের কার্যক্রম থেকে নিষিদ্ধ করে।

অন্যদিকে, মিউচুয়াল ফান্ড বিধিমালা পরিপালন না করায় আলিফ অ্যাসেটস ম্যানেজমেন্ট লিমিটেডকে ৫ লাখ টাকা, তৌফিকা ফুডস ও বিবিএস কেবলস শেয়ার কারসাজিতে জড়িত মো. সাইফুল ইসলাম হেলালিকে ৪ কোটি টাকা, নেহা অ্যালুমিনিয়ামের শেয়ার কারসাজিতে সাহিদা আরাবিকে ২ কোটি টাকা, তৌফিকা ফুডস, বিবিএস কেবলস ও সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা শেয়ার কারসাজিতে জড়িত মো. আব্দুস সুলতানকে ৩ কোটি টাকা জরিমানা করা হয়।

তৌফিকা ফুডসের শেয়ার কারসাজির দায়ে হোসনে আরা বেগমকে ৩ কোটি, তৌফিকা ফুডস, বিবিএস কেবলসের শেয়ার কারসাজির দায়ে কাজী এমদাদুর হককে ৪ কোটি টাকা জরিমানা করা হয়।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com