শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৪:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের নিয়ে ইতিবাচক ভারত, তবে সমস্যা মিয়ানমার

  • আপডেট সময় বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২, ১.২০ পিএম
  • ২৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

নিউজ ডেস্ক॥

রোহিঙ্গা সমস্যা সমাধানে ভারত ইতিবাচক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ভারত সফর নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এ সংবাদ সম্মেলন হয়। এবার ভারত সফরে রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গারা আমাদের প্রাকৃতিক সম্পদ নষ্ট করছে। নিজেদের মধ্যে অস্ত্রবাজি ও সংঘাত করছে। পরিবেশকে তারা আরও নষ্ট করছে।

তিনি আরও বলেন, ভারতকে আমরা বলেছি তারা যেন মিয়ানমার ইস্যুতে সহযোগিতা করে। তাদের ইতিবাচক সাড়া পেয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে মিয়ানমারকে নিয়ে। এরা নিজেদের মধ্যে দ্বন্দ্ব ও সংঘাতে লিপ্ত থাকে। ভারত মনে করে এটার সমাধান হওয়া উচিত।

প্রধানমন্ত্রী বলেন, আমরা মানবিক কারণে রোহিঙ্গাদের স্থান দিয়েছি, কিন্তু এখন যে পর্যায়ে যাচ্ছে—তারা আমাদের জন্য একটা বোঝা হয়ে যাচ্ছে। আজকে শরণার্থী তো সব জায়গাতে হচ্ছে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধে কত মানুষ শরণার্থী হয়ে যাচ্ছে। এ জন্য আমাদের আহ্বান-আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই।

এর আগে বিকেল ৪টা ১০ মিনিটে গণভবনে সংবাদ সম্মেলন শুরু হয়। শুরুতেই প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান। এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সরকারপ্রধান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com