স্টাফ রিপোর্টার॥
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত যুবদল কর্মী আব্দুল লতিফের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ড. জান্নাত আরা তালুকদার হেনরী এবং তাহার স্বামী সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান শামীম তালুকদার লাবুকে জামিন নামঞ্জুর করে পূনরায় ৫ দিনের রিমান্ড দিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত জেলা যুবদলের সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু হত্যা ও নিহত যুবদল কর্মী আব্দুল লতিফের হত্যা মামলায় আসামি আবু মুসাকেও আদালতে পূর্ণ গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর ৩ টায় নিহত যুবদল কর্মী আব্দুল লতিফের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে বাদী পক্ষের আইনজীবীগণ ১০ দিনের রিমান্ড আবেদন করে। উভয় পক্ষের দীর্ঘ প্রায় ৩০ মিনিট শুনানি শেষে বিকাল ৩:৩০ মিনিটের সময় সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ (সদর আমলি আদালত)-এর বিচারক মো. রাসেল মাহমুদ তাদের দুজনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এসময় আসামিপক্ষের আইনজীবী মোঃ আতিকুর রহমান ও মোঃ রুবেল হোসেন রিমান্ডের ঘোর বিরোধিতা করেন।