স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কালোবাজারির সময় হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ফেয়ার প্রাইজের দুই টনের বেশি চাল জব্দ করেছে খাদ্য বিভাগ। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে উপজেলার আরাম বাজার চৌবিলা এলাকা থেকে চালগুলো জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘ফেয়ার প্রাইজের চালগুলো কালোবাজারে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।
এ সময় স্থানীয়রা টের পেয়ে চাল বোঝাই একটি মিনি ট্রাক আটকে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালগুলো উদ্ধার করে গোডাউনে রাখা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘৫০ কেজির ৪১টি বস্তায় থাকা দুই টন ৫০ কেজি চাল জব্দ করা হয়েছে। ইউএনও’র সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।