শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৫:৩৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে চড়া মূল্যে বিক্রি হল নিষিদ্ধ এক মণ ওজনের বাঘাইড় মাছ

  • আপডেট সময় সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪, ৭.০৪ পিএম
  • ৫ বার পড়া হয়েছে
টুক্কু মুক্তার ফেসবুক থেকে নেয়া

আশরাফুল ইসলাম জয়॥
সিরাজগঞ্জ যমুনা নদীর জ‌লে এক মৎস্যজীবীর জালে ধরা পড়া প্রায় এক মণ ওজ‌নের বাঘাইড় মাছ প্রকাশ্যে বিক্রি করা হয়েছে। যদিও এই মাছকে মহাবিপন্ন হিসাবে ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

বাজা‌রে মাছ কিনতে আসা মনজুরুল আলম বনি না‌মের এক ক্রেতা ব‌লেন, বন্যপ্রাণী নিরাপত্তা ও সংরক্ষণ আইন অমান্য করে বিক্রি করা হচ্ছে বিপন্ন ‘বাঘাইড় মাছ’। ফলে দেশের জলাভূমি থেকে বিশালাকৃতির এ মাছটি বিপন্ন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এই মাছকে অনেক ‘বাঘ মাছ’ও বলে থাকেন। বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন ২০১২ এর তফসিল অনুয়ায়ী এই প্রজাতিটি সংরক্ষিত।

এই মাছ ধরা ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ও অপরাধ। জানা গেছে বাঘাইড়টি ভাগ ক‌রে কে‌টে ৩৮ হাজার টাকায় বিক্রয় করেছেন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সয়দাবাদ এলাকায় যমুনা নদীর ঘাটে বাঘাইড় মাছটি ধরা পড়ে।

ক্রেতাদের সূত্রে জানা যায়, কড্ডার মোড় এলাকায় মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম বাঘাইড় মাছটি বাজারে তোলেন। দুপুরের দিকে মাছটি কেটে বিক্রি করেন তিনি। প্রতি কেজি ১৩০০ টাকা মূল্যে বিক্রি করা হয়। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এসব মাছ কিনেন।

ব্যবসায়ী ও সমাজসেবক টুক্কু মুক্তার তার ভেরিফাইড ফেসবুক পেজে তথ্যটি নিশ্চিত করেছেন।

এ ব্যাপারে সিরাজগঞ্জ বিভাগীয় বন কর্মকর্তা (অঃ দাঃ) মোঃ মতলুবুর রহমান ব‌লেন, বাঘাইড় মাছ বিক্রয়ের বিষয়টি শুনেছি। কিন্তু কোন ব্যবস্থা নিতে পারিনি। কোথাও বিক্রি হওয়ার আগে আমাদেরকে জানালে আমরা ব্যবস্থা নিতে পারি। অন্যথায় নয়।
বাঘাইড় মাছ ক্রয়-বিক্রয় করা আইনত দণ্ডনীয় অপরাধ। তারপর বিভিন্ন মাছবাজারে এ বিপন্ন মাছটি ক্রয়-বিক্রয় করা হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com