স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অপরাধে ১৪ জেলেকে ১৪ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত । এসময় তাদের কাছ থেকে প্রায় ৩০ কেজি মা ইলিশ মাছ ও দুই লাখ মিটার কারেন্ট জাল উদ্ধার করে উপজেলা প্রশাসন।
বেলকুচি নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়া এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই দন্ডাদশ প্রদান করন। উক্ত আসামীদের সাজা পরোয়ানামূলে সিরাজগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ সময় নির্বাহী অফিসার বলেন, বুধবার সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালিত হয়। এ সময় কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরার অপরাধে ১৪ জনকে আটক, দুই লাখ মিটার কারেন্ট জাল ও ৩০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে ১৪ জনকে ১৪ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে ধবংস করা হয় এবং জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিম খানা ও মাদ্রাসায় বিতরন করা হয়েছে।