রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

সিরাজগঞ্জে পাতা কুড়ানো নিয়ে মারধর, আহত যুবকের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮.৪৭ পিএম
  • ৬ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছের পাতা কুড়ানো নিয়ে মারধরের ঘটনায় আহত যুবক আজিজুল হক (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। এর আগে সোমবার দুপুরে তিনি মারধরের শিকার হয়ে আহত হন।

নিহত আজিজুল হক উপজেলার দাদপুর গ্রামের শামসুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান।

ওসি রাকিবুল হাসান বলেন, ‘সোমবার দুপুরে প্রতিবেশী হাজী আশরাফ আলী নিজের কাঁঠাল গাছের ডাল কাটার পর আজিজুল হকের জায়গায় রেখেছিল। আজিজুল হক সেখান থেকে পাতা কুড়িয়ে নিলে উভয়পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও মারধরের ঘটনা ঘটে। এতে আজিজুল হক গুরুতর আহত হলে প্রথমে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে আজিজুল হকের মৃত্যু হয়।

ওসি আরো বলেন, ‘আজিজুল হকের মৃত্যু সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন হাজী আশরাফ আলীর বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় হাসপাতালে রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com