সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৫ পুলিশ হত্যা : সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি মুঠোফোনে কথা বলা, রেস্তোরাঁ, পোশাকে ভ্যাট কমানোর আদেশ জারি আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ‘১৩ বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছি’ চাঁদা না দেয়ায় সাতক্ষীরায় বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই: সারজিস আলম ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন মামুন চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা॥ তিনজন মিলে একাধিকবার ছুরিকাঘাত, বুলেটপ্রুফ জ্যাকেট পরেও রক্ষা পাননি তানজিম

সিরাজগঞ্জে বেশি দামে পণ্য বিক্রি করায় ১০ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা

  • আপডেট সময় বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৫.৪০ পিএম
  • ৩১ বার পড়া হয়েছে
ছবি: টিডিএস

বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযান


স্টাফ রিপোর্টার॥


বাণিজ্য মন্ত্রণালয়ের গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযানে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেশি নেওয়ায় ১০ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২৩ অক্টোবর) সকালে উল্লাপাড়া উপজেলার তিনটি বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদ হাসান রনি।

ছবি: টিডিএস

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাহমুদ হাসান রনি বিষয়টি নিশ্চিত করে বলেন, উল্লাপাড়া উপজেলার পাঁচলিয়া বাজারে মীম এন্টার প্রাইজকে ভাউচার সংরক্ষণ না করায় , এবং ডিমের দাম সরকারি নির্ধারিত মূল্যের বেশি বিক্রয় করায় ৬ হাজার টাকা, লিমন ডিম ঘরকে মূল্য তালিকা প্রদশন না করায় ১ হাজার টাকা , গৌলকপুরে ফাতেমা জান্নাত স্টোরকে মূল্য তালিকা প্রদশন না করায় ২ হাজার টাকা,ইমন এন্টারপ্রাইজকে ভাউচার না সংরক্ষণ করায় ,এবং ডিমের দাম সরকারি নির্ধারিত মূল্যের বেশি বিক্রয় করায় ৫ হাজার টাকা এবং উল্লাপাড়া বাজারে পোল্ট্রি ও সোনালী,ব্রয়লার মুরগি দাম বেশি বিক্রয় করায় বিনা পোল্ট্রি হাউসকে ৫ হাজার টাকা, খোরশেদ পোল্ট্রি ঘরকে ২ হাজার টাকা,সিয়াম পোল্ট্রিঘরকে ৪ হাজার টাকা, শাকিল পোল্ট্রি ঘরকে ৫ হাজার টাকা,ঈশান ট্রেডাসকে ২ হাজার টাকা এবং রাকিব স্টোরকে কাঁচা বাজারে বিভিন্ন দ্রব্য এর দাম বেশি নেওয়ায় ১ হাজার টাকাসহ টোটাল ৩৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।এছাড়া তাদেরকে সরকার নির্ধারিত যৌক্তিক মূল্যে ও নিয়মানুযায়ী ডিম ও নিত্যপণ্য বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় ভেটেনারি সার্জন মোহাম্মদ শামীম আখতার, দুজন শিক্ষার্থী প্রতিনিধি ও সিরাজগঞ্জ পুলিশ লাইনের একটি দল উপস্থিত ছিল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com