শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

সিরাজগঞ্জে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

  • আপডেট সময় রবিবার, ৩০ জুন, ২০২৪, ১১.৫৬ পিএম
  • ৩০ বার পড়া হয়েছে
ছবি: দ্য ডেইলী স্কাই

স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জ জেলাকে কেন্দ্র করে রেল যোগাযোগ সম্প্রসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির ব্যানারে রোববার সকালে বাজার স্টেশনে এক মানববন্ধনে বক্তারা এ দাবি জানান। পরে তারা তিন দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে রেলপথ মন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে- সিরাজগঞ্জ হতে খুলনায় দিবারাত্রি দুটি ট্রেন চালু, ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটির আধুনিকায়ন ও এসি বগির সংযোজন এবং সিরাজগঞ্জ হতে বগুড়া রেল সংযোগ কার্যক্রম ত্বরান্বিত করা।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশ স্বাধীন হওয়ার আগে সিরাজগঞ্জ জেলা দেশের অন্যতম ‘রেলসিটি’ হিসেবে পরিচিত ছিল। তখন সিরাজগঞ্জ হতে খুলনা দিবারাত্রি দুটি ট্রেন চালু ছিল। দেশ স্বাধীন হওয়ার পর এ পথে ‘ঝটিকা’ নামে আরও একটি ট্রেন চালু হয়। ফলে খুলনাগামী ট্রেনের মাধ্যমে সিরাজগঞ্জের মানুষ ঈশ্বরদী, পাবনা, যশোর, কুষ্টিয়া প্রভৃতি জেলায় যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্য করার সুবিধা ভোগ করে আসছিল।
কিছুদিন পর ‘ঝটিকা’ ট্রেনটি চলাচল বন্ধ হলেও ‘চিত্রা’ ও ‘সুন্দরবন এক্সপ্রেস’ নামে দুটি ট্রেনে সিরাজগঞ্জের মানুষ খুলনায় যাতায়াত করার সুবিধা ভোগ করে আসছিল। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে ‘সুন্দরবন এক্সপ্রেস’ বন্ধ করে দেওয়া হয়েছে। ১ জুলাই হতে একমাত্র ‘চিত্রা এক্সপ্রেস’ ট্রেনটিও বন্ধ হওয়ার ঘোষণা জানতে পেরে সিরাজগঞ্জবাসী হতাশ এবং মর্মাহত বলে মন্তব্য করেন বক্তারা।
তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের অভাবনীয় উন্নয়নের ধারাবাহিকতায় তিনি দেশের সবগুলো জেলাকে যখন রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে আসছেন। তখন সিরাজগঞ্জের মতো একটি ঐতিহ্যবাহী জেলা শহরের সঙ্গে খুলনার ট্রেন চলাচলের ব্যবস্থা না থাকাটা কোনোভাবেই যুক্তি সংগত নয়।
মানববন্ধনে বক্তব্য দেন সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক জহুরুল হক রাজা, সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম জগলু চৌধুরী, জেলা বাসদের সমন্বয়ক নব কুমার কর্মকার, জাসদের সাধারণ সম্পাদক আবু বক্কার ভূইয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ইমরান মুরাদ, আইনজীবী আবুল কালাম আজাদ, জাসদ নেতা নাজমুল ইসলাম মুকুল, ফুলাদ হায়দার খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com