স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের যমুনা নদীপাড়ে শিশুদের জন্য আধুনিক শিশুপার্ক নির্মাণের যে মহতী উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম তা যেন সিরাজগঞ্জবাসীর হৃদয়ে বয়ে আনছে এক খুশির ঝর্ণাধারা। শিশুদের মৌলিক অধিকারের পাশাপাশি তাদের মানসিক ও শারীরিক বিকাশের জন্য বিনোদনমূলক পরিকাঠামো অত্যন্ত জরুরি।
এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রনেতা মির্জা মোস্তফা জামান বলেন, আমরা বিশ্বাস করি একটি উন্নত, মাদকমুক্ত ও সচেতন সমাজ গড়ে তুলতে হলে আমাদের শিশুদের সুষ্ঠু শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করতেই হবে। এই শিশুপার্ক কেবল একটি বিনোদনের জায়গা নয়, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার একটি মাইলফলক হিসেবে কাজ করবে।
আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জেলা প্রশাসক মহোদয়ের এ ধরনের সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ গ্রহণের জন্য। সরকার বা স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এই ধরনের আরও উন্নয়নমূলক ও শিশু-কেন্দ্রিক প্রকল্প হাতে নেওয়া হবে।
আমাদের লক্ষ্য একটাই সব শিশু যেন নিরাপদে হাসতে পারে। এ হাসিমুখই হোক আমাদের সবচেয়ে বড় অর্জন।
আমরা চাই সিরাজগঞ্জ গড়ে উঠুক একটি আধুনিক, মানবিক ও শিশু-বান্ধব নগরী হিসেবে যার উদাহরণ দেশজুড়ে ছড়িয়ে পড়বে।