রবিবার, ১৮ মে ২০২৫, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

সিরাজগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, যুবক গ্রেফতার

  • আপডেট সময় শনিবার, ১৭ মে, ২০২৫, ৯.১৫ পিএম
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের তাড়াশে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রাকিবুল হাসান লিখন (১৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৭ মে) সকালে উপজেলার কুন্দইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেফতার রাকিবুল হাসান লিখন উপজেলার কুন্দইল গ্রামের শাহলম সরদার বড় ছেলে।

ভুক্তভোগী স্কুল ছাত্রীর মা জানান, গত (৩০ এপ্রিল) বিদ্যালয় চলাকালীন সময় টিফিন বিরতির সময় একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র লিখন বিদ্যালয়ের চতুর্থ তলায় নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করে রাকিবুল হাসান লিখন। এ সময় মেয়ের চিৎকার শুনে আমার মেয়ের বান্ধবী মিম ও মেহজাবিন ঘটনাস্থলে ছুটে যান। তাকে দেখে রাকিবুল হাসান লিখন পালিয়ে যান।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাকিবুল হাসান লিখন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। স্কুলছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com