বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

১৮৮ রানে বাংলাদেশের হার

  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৮.১৫ এএম
  • ৩১ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥

চতুর্থ দিন খানিকক্ষণ লড়লেও পঞ্চম দিনের শুরুতে ৩২৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। আর এতে ম্যাচটি ১৮৮ রানে হেরেছে টাইগাররা। ছয় উইকেটে ২৭২ রান নিয়ে শেষ দিন শুরু করেছিল বাংলাদেশ। সাকিব আল হাসান ৪০ রানে, আর মেহেদী হাসান মিরাজ ৯ রানে উইকেটে ছিলেন।

পঞ্চম দিন অবশ্য একদমই সুবিধা করতে পারেননি মিরাজ। ৪৮ বলে ১৩ রান করে মোহাম্মদ সিরাজের বলে ফিরে গেছেন তিনি। তারপর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে আগ্রাসী ভঙ্গিমায় খেলতে থাকেন সাকিব। হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর আরও আগ্রাসী হয় তার ব্যাট। কিন্তু ব্যক্তিগত ৮৪ রানের সময় কুলদিপ যাদবকে সুইপ করতে গিয়ে বোল্ড হন বাংলাদেশের অধিনায়ক। ১০৮ বলে খেলা এই ইনিংসে ছিল ছয়টি চার ও ছয়টি ছক্কার মার। দলীয় ৩২০ রানে ফিরে যান সাকিব।

বাকি দুই উইকেট পড়া ছিল কেবলই সময়ের ব্যাপার। ব্যতিক্রমী কিছু করেও দেখাতে পারেননি এবাদত হোসেন ও তাইজুল ইসলামরা। এবাদতের উইকেট নেন কুলদিপ, আর তাইজুলকে বোল্ড করেন অক্ষর প্যাটেল।

ভারতের বোলারদের মধ্যে ৭৭ রান খরচায় অক্ষর চারটি ও ৭৩ রান খরচায় তিনটি উইকেট নেন কুলদিপ। একটি করে উইকেট নেন সিরাজ, উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। চতুর্থ ইনিংসে বাংলাদেশকে ৫১৩ রানের বিশাল লক্ষ্য দেয় তারা। তৃতীয় দিন বিকেলে এবং চতুর্থ দিনে লড়াই করে বাংলাদেশ। জাকির হাসানের অভিষিক্ত সেঞ্চুরিতে চার নম্বর দিন পার করে তারা।

প্রথম ইনিংসে ভারত করে ৪০৪ রান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রানে অল আউট হয় বাংলাদেশ। এরপর বাংলাদেশকে ফলোঅনে না পাঠিয়ে আবারও ব্যাটিং করে ভারত। শুভমান গিল ও চেতেশ্বর পুজারার সেঞ্চুরিতে ২৫৮ রানে ইনিংস ঘোষণা করে তারা।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com