শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ০৯:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

২০০ ছাড়ালো ডেঙ্গুতে মৃত্যু

  • আপডেট সময় রবিবার, ১৩ নভেম্বর, ২০২২, ১.৩৮ পিএম
  • ২৫ বার পড়া হয়েছে

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৯ জন

কমছে না ডেঙ্গুজ্বরের সংক্রমণ। কমছে না মৃত্যু এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা। চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু ২০০ ছাড়িয়ে গেছে। আর চলতি মাসে ভর্তি হওয়া রোগী সংখ্যার ছাড়িয়েছে ১০ হাজার।

স্বাস্থ্য অধিদপ্তর আজ রোববার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও তিনজন। তাদের নিয়ে চলতি বছর সরকারি হিসাবে মারা গেলেন ২০১ জন। যা দেশে ডেঙ্গুজ্বরের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫৯ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৬ জন, আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৩৩ জন। বর্তমানে দেশের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি আছেন তিন হাজার ১৮৯ জন।

অধিদপ্তর জানাচ্ছে, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ হাজার ৫২৯ জন। তবে জনস্বাস্থ্যবিদরা বলছেন, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের যে হিসাব সেটা কেবলই কাগজে কলমের, প্রকৃত রোগী এর চেয়ে কয়েকগুণ বেশি। কারণ অধিদপ্তর কেবল তাদের হিসাবে থাকা হাসপাতালের তথ্য দেয়। এর বাইরে অসংখ্য হাসপাতাল-ক্লিনিক রয়েছে। আবার বাসা-বাড়িতে থেকে চিকিৎসা নেয়া রোগীর সংখ্যাও কম নয়।

অধিদপ্তরের মতে, চলতি বছরের জানুয়ারিতে ১২৬ জন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। যদিও ফেব্রুয়ারি ও মার্চে প্রকোপ বেশ কমে আসে। ওই দুই মাসে ২০ জন করে রোগী হাসপাতালে ভর্তি হন। এপ্রিলে হাসপাতালে ভর্তি হন ২৩ জন রোগী। এরপরই বাড়তে থাকে রোগীর সংখ্যা, মে মাসে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১৬৩ জন। পরের মাস অর্থাৎ জুনে রোগীর সংখ্যা প্রায় তিনগুণের বেশি হয়, ৭৩৭ জন। এ মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর, মারা যান একজন।

জুলাইয়ে হাসপাতালে ভর্তি হন এক হাজার ৫৭১ জন, মারা যান নয়জন; আগস্টে হাসপাতালে ভর্তি হন তিন হাজার ৫২১ জন, মারা যান ১১ জন; সেপ্টেম্বরে ভর্তি হন নয় হাজার ৯১১ জন, মারা যান ৩৪ জন; অক্টোবরে ভর্তি হন ২১ হাজার ৯৩২ জন, মারা যান ৮৬ জন; আর চলতি মাসের প্রথম ১৩ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৫০৫ জন, এখন পর্যন্ত মারা গেছেন ৬১ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com