এফবিডি ডেস্ক॥
দেশের একমাত্র তথ্য ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম ভেলোর অব বাংলাদেশ আয়োজিত সিএক্সও সামিট আগামী ৩ ডিসেম্বর রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে অনুষ্ঠিত হবে। ‘ইন পারসুট অব সাসটেইনেবিলিটি (স্থায়িত্বের অনুসন্ধানে)’ এ প্রতিপাদ্যে এবারের সম্মেলনটি আয়োজন করা হচ্ছে।
দিনব্যাপী এই আয়োজনে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের চেয়ারম্যান মাসুদ খান, ইউনিলিভার বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আকতার, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এনামুল হক, আকিজ গ্রুপের পরিচালক খুরশিদ আলমসহ দেশীয় ও বহুজাতিক কোম্পানির শীর্ষ ব্যক্তিরা আলোচনায় অংশ নেবেন।
আয়োজকরা জানায়, এবারের সিএক্সও সামিট জাতীয় অগ্রাধিকার এজেন্ডাকে হাইলাইট করবে এবং কার্যকর সমাধান ও সচেতনতা আনতে সাহায্য করবে। স্থায়িত্ব বা স্থিতিশীলতা বর্তমান বিশ্বে কোম্পানিরগুলোর কাছে গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সামিটে আলোচকরা বিভিন্ন ব্যবসায়িক মডেল নিয়ে আলোচনা করবেন। যেসব ব্যবহারের মাধ্যমে কোম্পানিগুলো প্রাতিষ্ঠানিকভাবে উপকৃত হবে।
ভেলোর অব বাংলাদেশ গত আগস্টে স্ট্রাটেজি সামিট এর আয়োজন করে। সামিটে মুদ্রাস্ফীতি ও খরচ, জ্বালানি অবকাঠামো, ফরেক্স ম্যাট্রিক্স, আরএমজি এবং ম্যানুফ্যাকচারিং, কৃষি অর্থনীতি, ব্যাংকিং ও ফাইন্যান্স, ডিজিটাল অর্থনীতি বিষয়ে আলোচনা করা হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম প্যানেলিস্টদের মধ্যে ছিলেন।