স্পোর্টস ডেস্ক॥
অধিনায়ক বিতর্কের পর মাঠে ছন্নছাড়া অবস্থা মুম্বাই ইন্ডিয়ান্সের। একের পর এক হেরেই চলছে হার্ডিক পান্ডিয়ার দল। সাবেক অধিনায়ক রোহিত শর্মাও নেই ফর্মে। যে কারণে আইপিএলে ৩ ম্যাচ খেলে ফেললেও এখনও জয়ের মুখ দেখেনি মুম্বাই।
সোমবার মুম্বাই হেরেছে রাজস্থান রয়্যালসের কাছে। মুম্বাইয়ের দেওয়া ১২৬ রানের লক্ষ্য তাড়ায় ব্যাট করতে নেমে ৬ উইকেট আর ২৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান।
টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের শুরুটা হয়েছে বাজেভাবে। প্রথম ওভারে ১ রানে ছিল না ২ উইকেট। এরপর ২০ রান করতেই চলে যায় আরও ২ উইকেট। তিন অর্ডার- রোহিত শর্মা, নামান ধির ও ডিওয়ালড ব্রিভিস গোল্ডেন ডাক (১ বলে ০) মেরে ফেরত যান। ওপেনার ইশান কিশান করেন ১৬ রান।
এরপর তিলক ভার্মা আর হার্দিকের ৫৬ রানের জুটিতে কিছুটা সামনের দিকে এগিয়ে যায় মুম্বাই। ২১ বলে ৩৪ রান করে হার্দিক আউট হলে ভেঙে যায় জু্ট।ি তিলক ভার্মা থেমে যান ৩২ রানে। আর নিচের দিকে ১৭ রান করেন টিম ডেভিড। বাকিদের কেউ আর দুই অংকের ঘরও স্পর্শ করতে পারেননি। ফলে ১২৫ রানেই অলআউট হয়ে যায় মুম্বাই।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খেলেও ছোট ছোট রান করে জয়ের দিকেই যেতে থাকা রাজস্থান। তিন টপঅর্ডার যসস্বি জয়সওয়াল (১০), জস বাটলার (১৩), সঞ্জু স্যামসন (১২) রান না পেলেও ফিফটি হাঁকান রিয়ান পরাগ। তার অপরাজিত ৫৪ রানেই জয় পায় রাজস্থান।