বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য হেনরীর সম্পদ ক্রোকের আদেশ আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট

ফ্লোর প্রাইসে ৭৯ শতাংশ শেয়ারের দর

  • আপডেট সময় সোমবার, ১৪ নভেম্বর, ২০২২, ১১.৫৩ এএম
  • ৪৭ বার পড়া হয়েছে

ডেস্ক রিপোর্ট॥

আরও একদফা পতনে নতুন করে ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন দামে নেমেছে ১০টির প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। ফলে সর্বনিম্ন দামে লেনদেন হওয়া শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ডের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৬টিতে। অর্থাৎ তালিকাভুক্ত ৩৮৯ টি প্রতিষ্ঠানের প্রায় ৭৯ শতাংশই লেনদেন হচ্ছে সর্বনিম্ন দরে। এরমধ্যে ৪৭টি প্রতিষ্ঠানের কোনো শেয়ার বা মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়নি।

যার নেতিবাচক প্রভাব পড়েছে পুঁজিবাজারে লেনদেনের উপর। ফলে ধীরে ধীরে কমতে শুরু করেছে লেনদেনের পরিমান। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৪ কোটি ২৮ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ১০ কোটি টাকা কম।

লেনদেন কমার পাশাপাশি ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্সেও বড় দরপতন হয়েছে। এ সূচকটি ৫১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৫৩ পয়েন্টে। যা গত আড়াই মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থান।

ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড। একটি লেনদেনও হয়নি এমন শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের সংখ্যা ৪৭ টি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র ১৮ টির, কমেছে ৬৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫৬ টির দর।

ডিএসইতে লেনদেনের শীর্ষে অবস্থান করছে জেনিক্স ইনফোসিস লিমিটেড। প্রতিষ্ঠানটির ৭৪ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৭৩ কোটি ৯৬ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা বেক্সিমকো লিমিটেডের ৬৫ কোটি ৬৩ লাখ, সি-পার্ল বিচ রিসোর্টের ৩০ কোটি ১৪ লাখ এবং বসুন্ধরা পেপারসের ২৫ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে অবস্থান করছে চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স। কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৯৬ শতাংশ বেড়ে অবস্থান করছে ৩০ টাকা ৯০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা সোনালি আশ লিমিটেডের ৩ দশমিক ২৫ শতাংশ বেড়ে লেনদেন হয়েছে ৮৭০ টাকায়। এ ছাড়া রিলায়েন্স ইনস্যুরেন্সের ২ দশমিক ৮০ শতাংশ, ক্রিস্টাল ইনস্যুরেন্সের ২ দশমিক ৫৮ শতাংশ এবং ন্যাশনাল টি লিমিটেডের ২ দশমিক ১০ শতাংশ দর বেড়েছে।

 

ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ১০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণায় করায় শেয়ারটির দর ১২ দশমিক শূন্য ৫৮ শতাংশ কমে সবশেষ ৮৩৮ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে আছে একই গ্রুপের আরেক প্রতিষ্ঠান ওরিয়ন ফার্মা, প্রতিষ্ঠানটির ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করায় দাম কমে লেনদেন হয় ১০৩ টাকায়। এছাড়া সিনোবাংলা ইন্ডাস্ট্রিজের  ১০ শতাংশ, নাভানা ফার্মার ৯ দশমিক ৯৭ শতাংশ এবং জেএমআই হসপিটাল রিক্যুইজিটের ৯ দশমিক ৯২ শতাংশ দর হারিয়েছে।

এদিকে মূল মার্কেটের ধারাবাহিকতায় ডিএসইর এসএমই বোর্ডে ছিল নেতিবাচক প্রবণতা। ডিএসএমই-এক্স ৫৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৬ পয়েন্টে। লেনদেন হওয়া ১৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩টির, কমেছে ১০টির দর।

অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইতেও বড় দরপতন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৩০ পয়েন্টে। লেনদেন হয়েছে ১১ কোটি ৬ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪ কোটি ৬৫ লাখ টাকা কম।

তবে ফ্লোর প্রাইসে তুলে দেওয়ার চাপ ও ব্যাংক তারল্য সংকটের গুজবের কারণে বিনিয়োগকারীরা শঙ্কিত বলে মনে করেন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আহমেদ রশীদ লালী। তার মতে, ফ্লোর প্রাইস বহাল রাখার বিষয়ে বিএসইসি অনড় থাকলে আগামী সপ্তাহের মধ্যে বাজার ঘুরে দাঁড়াবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com