নিজস্ব প্রতিবেদক:
১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শারদীয় দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপেই সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মণ্ডপগুলোতে ২৪ ঘণ্টাই আনসার সদস্যদের সার্বক্ষণিক নিয়োজিত রাখা হবে বলে জানান তিনি।
১১ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব তথ্য দেন।
গত বছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে উৎযাপিত হয়েছিল শারদীয় দুর্গাপূজা। এবার ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে পূজা হবে। গতবারের তুলনায় এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে ৫০টি।
পূজার নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগে ভ্রাম্যমাণ থাকলেও এবার এবার সব মণ্ডপে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। প্রতিটি মণ্ডপে বাধ্যতামূলক সিসিটিভি থাকতেই হবে। পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবকও থাকবে। তাদের পরিচয়ের জন্য আর্মড ব্যান্ড পরতে হবে। এসব ব্যবস্থার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও তৎপর থাকবে।’
দুর্গাপূজায় কোনো নিরাপত্তা শঙ্কা আছে কি না সে বিষয়ে করা প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের গোয়েন্দাদের কাছে তেমন কোনো খবর নেই।’
সভায় স্বরাষ্ট্রের দুই বিভাগের সচিব, ধর্মসচিব, র্যাবের ডিজি, আইজিপি ও ডিএমপি কমিশনারের প্রতিনিধিসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।