এফবিডি ডেস্ক॥
কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিলেও শক্তিশালী ডেনমার্কের বিরুদ্ধে খেলতে নেমে সমস্যায় পড়েছিল ফ্রান্স।
কারণ, ক্রিশ্চিয়ান এরিকসেনের রক্ষণ অনেক শক্তিশালী। বার বার আটকে যাচ্ছিল তারা। এই সমস্যার মাঝেই ম্যাচে দুটি সুযোগ পেয়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে। এর মাধ্যমে তিনি বুঝিয়ে দিলেন বিশ্বকাপ তার কাছে কতটা প্রিয় আসর।
স্পোর্টস ব্রিফ জানিয়েছে, ডেনমার্কের বিরুদ্ধে ওই জোড়া গোলের মাধ্যমে গোলের হিসাবে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেললেন তিনি। এই দুজনই বিশ্বকাপে সাতটি করে গোল করেছেন। মাত্র ২৩ বছরে দ্বিতীয় বিশ্বকাপেই এমবাপ্পে যা করলেন তা করতে মেসির লেগেছে পাঁচটি বিশ্বকাপ।
ডেনমার্কের বিপক্ষে ম্যাচ জিতে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত করে ফেলল ফ্রান্স। দুটি জয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেন এমবাপ্পে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে তিনি একটি গোল করেছেন। ডেনমার্কের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে দুটি গোলই এলো াতার পা থেকে।
প্রথমার্ধে ফ্রান্সের আক্রমণ বার বার আটকে যাচ্ছিল ডেনমার্কের ডিফেন্সের জালে। এমবাপ্পে তো বটেই, অলিভিয়ের জিহু, আতোয়া গ্রিজম্যান কেউই গোলের দেখা পাচ্ছিলেন না।
দ্বিতীয়ার্ধে বদলে যায় ফ্রান্সের খেলা। ৫০ এবং ৫৬ মিনিটে দুবার বাম প্রান্ত ধরে বল নিয়ে ওঠেন এমবাপ্পে। অবশেষে ৬০ মিনিটে ডেনমার্কের রক্ষণের চক্রব্যুহ ভেঙে গোল করেন এমবাপ্পে। থিয়ো হের্নান্দেসের দুরন্ত পাস পেয়ে চলতি বলে শট নিয়ে বিপক্ষ গোলকিপারকে পরাস্ত করেন তিনি।
এরপর ডান দিক থেকে বাম পায়ে বক্সের মধ্যে নিখুঁত ক্রস করেন গ্রিজম্যান। বিপক্ষ ডিফেন্ডারদের ঘাড়ের কাছে নিয়ে হেডে গোল করে দলের জয় নিশ্চিত করেন এমবাপ্পে।