শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৩ অপরাহ্ন

লিটন ফের টসে জিতল, একাদশে পরিবর্তন

  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৯.২২ এএম
  • ৬৭ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥

সিরিজ জয়ের লক্ষ্যে মিরপুর শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ইতোমধ্যে ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস।

এই ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে টিম ম্যানেজম্যান্ট। হাসান মাহমুদের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন নাসুম আহমেদ। ভারতের একাদশে এসেছে দুটি পরিবর্তন। উমরান মালিক ও অক্ষর প্যাটেলকে একাদশে জায়গা দিয়েছে ম্যানেজম্যান্ট। জায়গা হারিয়েছেন কুলদিপ সেন ও শাহবাজ আহমেদ।

বাংলাদেশ একাদশ: লিটন দাস (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, দিপক চাহার, মোহাম্মদ সিরাজ, উমরান মালিক।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com