এফবিডি ডেস্ক॥
উদ্বেগ কাটিয়ে ঊর্ধ্বমুখী ধারায় ফিরেছে দেশের পুঁজিবাজার। টানা দুই দিন সূচকের উত্থানের পাশাপাশি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন ছাড়াল ৫০০ কোটির বেশি। যা গত ১২ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ।
এর আগে বিএনপির গণসমাবেশ ঘিরে ১০ ডিসেম্বর কী হবে তা নিয়ে সাধারণ মানুষ যেমন উদ্বিগ্ন ছিল, তেমনি উদ্বিগ্ন ছিল শেয়ারবাজারের বিনিয়োগকারীরাও। যার ফলে টানা দরপতনের সঙ্গে শেয়ারবাজারে দেখা দেয় লেনদেন খরা। ধারাবাহিকভাবে লেনদেন কমতে কমতে ২০ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থায় চলে যায়।
সোমবার ডিএসইতে ৭৪ প্রতিষ্ঠানের শেয়ার দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ১৭টির। আর ২৬৫টির দাম অপরবর্তিত রয়েছে। অর্থাৎ বেশিরভাগ কোম্পানির শেয়ারক্রয়ে আগ্রহ দেখায়নি বিনিয়োগকারীরা।
গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ২৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৭২ পয়েন্টে দাঁড়িয়েছে।
সবকটি মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণ। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৮৯ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৪১৪ কোটি ৮৪ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৫৪ কোটি ৫ লাখ টাকা।
গতকাল বাজারটিতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে স্যালভো কেমিক্যালের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছ। দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপারের ২৮ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৮৬ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ৪৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৮৮ লাখ ১২ হাজার ৯৬ টাকা। এর আগের দিন লেনদেন হয়েছিল ৪ কোটি ৭১ লাখ ২৮ হাজার ৮০৪ টাকা। লেনদেন হওয়া ১৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩টির ও কমেছে ১৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৮২টি কোম্পানির শেয়ারের দাম।