শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

আর্জেন্টিনার ‘ওরা ১১ জন’ আজকের ম্যাচে

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২, ৯.৫৪ এএম
  • ৩০ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥
আজ রাতে সেমিফাইনাল। প্রতিপক্ষ ক্রোয়েশিয়া। জিতলেই ফাইনাল। বিশ্বকাপ ট্রফি ডাকছে আর্জেন্টিনাকে। লিওনেল মেসিকে। এ ম্যাচের জন্য কয়েকদিন ধরে জোরদার পরিকল্পনা করছে আর্জেন্টিনা। পরিকল্পনা চূড়ান্ত। নিজেদের পরিচিত এবং মানানসই খেলাই আর্জেন্টিনা এ ম্যাচে খেলবে।

তবে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী ফরমেশন ও কৌশল বদলের নমনীয়তাও রয়েছে আর্জেন্টিনার পরিকল্পনায়।

মূলত ৪-৩-৩ এ ফরমেশন নিয়েই সেমিফাইনালের পরিকল্পনা কষেছে আর্জেন্টিনা। দুটো হলুদ কার্ড থাকায় এ ম্যাচে মার্কোস আকুনা ও গনজালো মন্টিয়েল দলের বাইরে।

চলুন দেখে আসি সেমিফাইনালে আর্জেন্টিনার সেরা একাদশের এগারোকে।

ডিফেন্স

নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টাইন কোচ ডিফেন্সে পাঁচজনকে রেখেছিলেন। সে ম্যাচে তাই বাড়তি ডিফেন্ডার হিসেবে খেলেছিলেন লিসান্দ্রো মার্তিনেজ। তবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিতে ডিফেন্স লাইনে চারজনকে নিয়েই পরিকল্পনা সাজিয়েছে আর্জেন্টিনা। সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে থাকছেন নিকোলাস ওটামেন্ডি ও ক্রিশ্চিয়ান রোমেরো। রাইট ব্যাকে থাকছেন কোয়ার্টার ফাইনালে গোল করা নাহুয়েল মোলিনা। আর মার্কোস আকুনার জায়গায় লেফট ব্যাকে খেলবেন নিকোলাস তাগলিয়াফিকো।

মিডফিল্ড

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জিততে হলে সবচেয়ে বেশি পরিশ্রম আর্জেন্টিনাকে করতে হবে মাঝমাঠেই। ক্রোয়েশিয়ার মাঝমাঠকে এ বিশ্বকাপে সেরা মানা হচ্ছে। এ পজিশনে ক্রোয়েশিয়াকে পরিচালনা করেন লুকা মডরিচ। ক্রোয়েশিয়ার মাঝমাঠের বিরুদ্ধে আর্জেন্টিনার তিন সেনানী হলেন—এনজো ফার্নান্দেজ, অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার ও রডরিগো ডি পল। এনজো ফার্নান্দেজ ও ডি পল গোটা ম্যাচের আক্রমণ এবং রক্ষণের রণপরিকল্পনার অন্যতম কুশলী। অ্যালিস্টার এবারের বিশ্বকাপে একটি গোলও পেয়েছেন। তিনজনই ভীষণ দমওয়ালা ফুটবলার। একই গতিতে পুরো ৯০ মিনিট দৌড়াতে পারেন। ক্রোয়েশিয়ার মাঝমাঠের তিন যোদ্ধা লুকা মডরিচ, ব্রোজেভিচ, কোভাসিচের বিরুদ্ধে ব্যক্তিগত ডুয়েলে আজ জিততে হলে আর্জেন্টিনার মিডফিল্ডকে তাদের সেরা পারফরম্যান্স দেখাতে হবে।

অ্যাটাক

আর্জেন্টিনার আক্রমণভাগের প্রাণভোমরা মেসি। দারুণ ফর্মে আছেন এই তারকা এবারের বিশ্বকাপে। পুরো মনপ্রাণ উজাড় করে খেলছেন মেসি। লক্ষ্য একটাই—বিশ্বকাপ হাতে নিয়ে উল্লাস করতে হবে। চলতি বিশ্বকাপের পাঁচ ম্যাচে চার গোল এবং দুটো অ্যাসিস্ট করা মেসি আজকের সেমিফাইনালেও আর্জেন্টিনার মূল অস্ত্র। ফলস নাইন হিসেবে খেলে পুরো ম্যাচে আর্জেন্টিনার খেলা নিয়ন্ত্রণ করেন মেসি। সত্যিকারের নাম্বার নাইন হিসেবে মেসির পাশে এ ম্যাচে থাকবেন হুলিয়ান আলভারেজ। বাঁ প্রান্ত থেকে বল পায়ে আলভারেজ সৃজনশীলতা, গতিময়তা এবং ভীতি ছড়ানো আক্রমণের দক্ষতা দেখিয়েছেন। গোলও পেয়েছেন। ডান ফ্ল্যাঙ্কে থাকছেন ডি মারিয়া। ইনজুরিতে থাকায় আগের ম্যাচে সেরা একাদশে ছিলেন না তিনি। তবে এ ম্যাচে তাকে রেখেই সেরা একাদশ গড়ছে আর্জেন্টিনা।

রিজার্ভ বেঞ্চে থাকা লিয়ান্দ্রো পারেদেস, পাপু গোমেজ ও লাউতারো মার্তিনেজকেও ম্যাচের কোনো একসময় নামাবেন কোচ স্কালোনি।

১৮ ডিসেম্বরের ফাইনালে খেলতে হলে আজকের সেমিফাইনালে সব শক্তি নিয়েই মাঠে নামতে হবে আর্জেন্টিনাকে। লক্ষ্য একটাই—জয়।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : মার্তিনেজ, ওটামেন্ডি, রোমেরো, মোলিনা, তাগলিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, ডি পল, মেসি, আলভারেজ ও ডি মারিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com