শনিবার, ০৫ জুলাই ২০২৫, ১২:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যমুনা নদীর ভাঙনরোধে ক্রসবার নির্মাণের দাবিতে মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে প্রকৃতি ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গণ হিসেবে গড়ে তুলতে হবে: পরিবেশ উপদেষ্টা চলনবিলের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৫২ হাজার গাড়ি পারাপার: টোল আদায় ৩ কোটি ৪৮ লাখ সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত তিন সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত দুই ফুট বাঁধই ভরসা, আতঙ্কে নিদ্রাহীন রাত কাটে খুলনা উপকূলবাসীর খুলনা অঞ্চলের ভরত ভায়না দেউল হতে পারে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র খুলনায় সড়ক বিভাগের বাধায় বন্ধ কেসিসির ৭ মোড়ের সৌন্দর্যবর্ধনের কাজ সাবেক এমপি আজিজের ৩ দিনের রিমান্ড মঞ্জুর

১৪১ ব্যক্তি-প্রতিষ্ঠান পেলেন ট্যাক্স কার্ড

  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৮.৪৫ এএম

এফবিডি ডেস্ক॥

সর্বোচ্চ কর দেয়ায় ১৪১ জন করদাতাকে ট্যাক্স কার্ড দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। করদাতাদের মধ্যে ব্যক্তি পর্যায়ে ৭৬টি ও কোম্পানি ৫৩টি ও অন্যান্য শাখায় ১২টিসহ মোট ১৪১ করদাতাকে ট্যাক্স কার্ড দেওয়া হয়েছে।

আজ (২৮ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় এনবিআর কার্যালয়ে সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হয়।

সেরা করদাতার তালিকা:

ব্যক্তি পর্যায়ে বিশেষ শাখায় পাঁচজন ট্যাক্স কার্ড পেয়েছেন। তারা হলেন-মো. কাউছ মিয়া, খাজা তাজমহল, ফজলুর রহমান, এম সাহাবুদ্দিন আহমেদ ও খন্দকার বদরুল হাসান।

যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা শাখায় ট্যাক্স কার্ড পেয়েছেন-এ মতিন চৌধুরী, নাসির উদ্দিন মৃধা, মো. আমজাদ হোসেন, মো. জয়নাল আবেদীন ও লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আবু সালেহ মো. নাসিম।

প্রতিবন্ধী শাখায় ট্যাক্স কার্ড পেয়েছেন-আকরাম মাহমুদ, মো. মামুনুর রশিদ ও লুবনা নিগার।

নারীদের মধ্যে ট্যাক্স কার্ড পেয়েছেন-আনোয়ারা হোসেন, আমিনা আহমেদ, শাহনাজ রহমান, তাসমীন মাহমুদ ও পারভীন হাসান।

তরুণ (৪০ বছর বয়সের নিচে) ট্যাক্স কার্ড পেয়েছেন-সাফওয়ান সোবহান, আসিফ ইকবাল মাহমুদ, নাসিরুদ্দিন আকতার রশীদ, রাইসা সিগমা হিমা ও রবিন রাজন সাখাওয়াত।

ব্যবসায়ীদের মধ্যে ট্যাক্স কার্ড পেয়েছেন-গোলাম দস্তগীর গাজী, এস এম আশরাফুল আলম, এস এম শামছুল আলম, মো. মাহবুবুর রহমান ও গাজী গোলাম মূর্তজা।

বেতনভোগী শাখায় ট্যাক্স কার্ড পেয়েছেন-মোহাম্মদ ইউসুফ, রুবাইয়াৎ ফারজানা হোসেন, হোসনে আরা হোসেন, লায়লা হোসেন ও এম এ হায়দার হোসেন।

চিকিৎসক শাখায় কার্ড পেয়েছেন-জাহাঙ্গীর কবির, প্রফেসর এ কে এম ফজলুল হক, প্রাণ গোপাল দত্ত, নার্গিস ফাতেমা ও এন এ এম মোমেনুজ্জামান।

সাংবাদিক ক্যাটাগরিতে কার্ড পেয়েছেন- চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা, দ্য ডেইলি স্টারের মাহফুজ আনাম, প্রথম আলোর মতিউর রহমান, চ্যানেল আইয়ের পরিচালক (বার্তা) শাইখ সিরাজ ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।

আইনজীবী শ্রেণিতে কার্ড পেয়েছেন-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, আহসানুল করিম, তৌসিফা আফতাব, নিহাদ কবির ও অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।

প্রকৌশলী শাখায় কার্ড পেয়েছেন-মো. জহুরুল ইসলাম, মো. মোখলেছুর রহমান ও মোহাম্মদ আব্দুল্লাহ।

স্থপতি শাখায় কার্ড পেয়েছেন-মোহাম্মদ ফয়েজ উল্লাহ, এনামুল করিম নির্ঝর ও ইয়াফেস ওসমান।

অ্যাকাউন্ট্যান্ট শাখায় কার্ড পেয়েছেন-মাশুক আহমদ, মো. মোক্তার হোসেন ও রাকেশ সাহা।

নতুন করদাতা ক্যাটাগরিতে কার্ড পেয়েছেন-এরিক এম ওয়াকার, ওবায়দুল ইসলাম কিরন, নাজমা আক্তার, লুইস এনরিক মায়োরগা মনকাদা, জুমারা বেগম, সাকের মোহাম্মদ আলী ও সাদরুদ্দিন আহসান আলী।

খেলোয়াড় শাখায় ট্যাক্স কার্ড পেয়েছেন-সাকিব আল হাসান, তামিম ইকবাল ও কাজী নুরুল হাসান সোহান।

অভিনেতা-অভিনেত্রী শাখায় কার্ড পেয়েছেন-মাহফুজ আহমেদ, মেহজাবীন চৌধুরী ও পীযূষ বন্দ্যোপাধ্যায়।

শিল্পী (গায়ক-গায়িকা) শাখায় কার্ড পেয়েছেন-তাহসান রহমান খান, এস ডি রুবেল এবং কুমার বিশ্বজিৎ দে।

অন্যান্য শাখায় কার্ড পেয়েছেন-মো. নজরুল ইসলাম মজুমদার, মো. মনির হোসেন ও নাফিস সিকদার।

কোম্পানি পর্যায়ে ৫৩ ট্যাক্স কার্ড দেওয়া হচ্ছে।

এর মধ্যে ব্যাংক ক্যাটাগরিতে কার্ড পেয়েছে-স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, ইসলামী ব্যাংক, এইচএসবিসি ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংক।

অ-ব্যাংকিং আর্থিক শাখায় কার্ড পেয়েছে-ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড, আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড বা বিআইএফসি।

টেলিকমিউনিকেশন শাখায় একমাত্র ট্যাক্স কার্ড পেয়েছে-গ্রামীণফোন।

প্রকৌশল শাখায় ট্যাক্স কার্ড পেয়েছে-বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ও ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স।

খাদ্য ও আনুষঙ্গিক শাখায় কার্ড পেয়েছে-অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রাণ ডেইরি, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ।

জ্বালানি শাখায় ট্যাক্স কার্ড পেয়েছে-তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, যমুনা অয়েল কোম্পানি ও পেট্রোম্যাক্স রিফাইনারি।

পাট শিল্প শাখায় ট্যাক্স কার্ড পেয়েছে-আকিজ জুট মিলস, আইয়ান জুট মিলস ও রোমান জুট মিলস।

স্পিনিং ও টেক্সটাইল শাখায় কার্ড পেয়েছে-কোটস বাংলাদেশ, প্যারামাউন্ট টেক্সটাইল, নাহিদ কটন মিলস, এসিএস টেক্সটাইলস, বাদশা টেক্সটাইলস, এপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস ও এন জেড টেক্সটাইল।

ওষুধ ও রসায়ন শাখায় পেয়েছে, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, রেনাটা ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পেয়েছে-মিডিয়া স্টার, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ, সময় মিডিয়া ও টাইমস মিডিয়া।

রিয়েল এস্টেট শাখায় কার্ড পেয়েছে-বে-ডেভেলপমেন্টস লিমিটেড, কনকর্ড রিয়েল এস্টেট অ্যান্ড ডেভেলপমেন্ট ও বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস।

তৈরি পোশাক শাখায় কার্ড পেয়েছে-স্কয়ার ফ্যাশনস, ইউনিভার্সেল জিন্স, জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিকস, রিফাত গার্মেন্টস, ইয়াংওয়ান হাইটেক স্পোর্টসওয়্যার ইন্ডাস্ট্রিজ, প্যাসিফিক জিন্স ও স্নোটেক্স আউটওয়্যার।

চামড়া শিল্প শাখায় কার্ড পেয়েছে-বাটা সু, অ্যালায়েন্স লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার ও লালমাই ফুটওয়্যার।

অন্যান্য শাখায় কার্ড পেয়েছে-ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, সেখ আকিজ উদ্দিন লিমিটেড, আমেরিকান লাইফ ইনস্যুরেন্স কোম্পানি ও মেঘনাঘাট পাওয়ার।

২০১০ সাল থেকে সেরা করদাতাদের সম্মাননা দিয়ে আসছে এনবিআর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com