রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মুন্সীগঞ্জ থেকে লুট হওয়া ৩ কোটি টাকা মুল্যের ফার্নেস অয়েল সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার ৫ সিরাজগঞ্জের সাবেক সংসদ সদস্য হেনরীর সম্পদ ক্রোকের আদেশ আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয়

পরিচালন মুনাফা বেড়েছে অধিকাংশ ব্যাংকের

  • আপডেট সময় রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ৮.৫৫ এএম
  • ৩৯ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥
সদ্যবিদায়ী ২০২২ সালে দেশের অধিকাংশ সরকারি-বেসরকারি ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। যদিও বিদায়ী বছরে তারল্য সংকট, ঋণ অনিয়ম, খেলাপি ঋণ ও ডলার সংকটে ব্যাংক খাত ছিল আলোচনায়।

ব্যাংকগুলো থেকে পাওয়া তথ্য বলছে, সব ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে। তবে ব্যাংকের পরিচালন মুনাফার প্রবৃদ্ধি আগের চেয়ে তুলনামূলক কম। সংশ্লিষ্ট সূত্রে ১৩টি ব্যাংকের পরিচালন মুনাফার তথ্য পাওয়া গেছে।

এর মধ্যে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ছাড়া অন্য সব ব্যাংকের মুনাফা আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে।

এবারও দেশের ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিচালন মুনাফা অর্জন করেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটি ২০২২ সালে দুই হাজার ৬৪৬ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে। আগের বছর, অর্থাৎ ২০২১ সালে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল দুই হাজার ৪৩০ কোটি টাকা। হিসাব অনুযায়ী, আগের বছরের চেয়ে বিদায়ী বছরে ব্যাংকটির মুনাফা বেড়েছে ২১৬ কোটি টাকা।

প্রাপ্ত তথ্যমতে, পরিচালন মুনাফার দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে সাউথইস্ট ব্যাংক। এছাড়া মার্কেন্টাইল, আল-আরাফাহ, যমুনা, এসআইবিএল, এনআরবিসি ও ইউনিয়ন ব্যাংক ভালো পরিচালন মুনাফা পেয়েছে। চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে পরিচালন মুনাফা কিছুটা কমেছে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের।

রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে সোনালী ব্যাংক লিমিটেড।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ২০২১-২২ অর্থবছরে দেশে আমদানির পরিমাণ ইতিহাস তৈরি করেছে। একই সঙ্গে রেকর্ড রপ্তানিও হয়েছে দেশ থেকে। আমদানি ও রপ্তানি বাণিজ্যের কমিশন এবং ডলারের বাজারে বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতি কাজে লাগিয়েছে ব্যাংকগুলো। অনেক ব্যাংক ডলার বেচাকেনায় প্রত্যাশার চেয়ে বেশি মুনাফা করেছে। সরকারি ট্রেজারি বিল-বন্ডের সুদ হার বৃদ্ধির পাশাপাশি ঋণ আদায় পরিস্থিতির উন্নতি হওয়ায় ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিদায়ী বছরে বেসরকারি ব্যাংকের মধ্যে সাউথইস্ট ব্যাংকের পরিচালন মুনাফা হয়েছে এক হাজার ১৩৫ কোটি টাকা। আগের বছরে এক হাজার ১৬ কোটি টাকার পরিচালন মুনাফা অর্জন করে ব্যাংকটি। অর্থাৎ ব্যাংকটির পরিচালন মুনাফা বেড়েছে ১১৯ কোটি টাকা।

একইভাবে বিদায়ী বছরে মার্কেন্টাইল ব্যাংক মুনাফা করেছে ৮৪৫ কোটি টাকা। যা ২০২১ সালে ছিল ৭২২ কোটি টাকা। ব্যাংকটির মুনাফা বেড়েছে ১২৩ কোটি টাকা।

আলোচ্য সময়ে যমুনা ব্যাংক পরিচালন মুনাফা অর্জন করেছে ৮৩০ কোটি টাকা। যা ২০২১ সালে ছিল ৭৫০ কোটি টাকা। সে হিসাবে এ ব্যাংকের মুনাফা বেড়েছে ৮০ কোটি টাকা।

২০১২ সালে অনুমোদন পাওয়া চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে ইউনিয়ন ব্যাংক বিদায়ী বছরে ৪৫০ কোটি টাকা পরিচালন মুনাফা পেয়েছে। আগের বছরে ৩৬০ কোটি টাকা পরিচালন মুনাফা হয়েছিল ব্যাংকটির।

বিদায়ী ২০২২ সালে এনআরবিসি ব্যাংক ৪৫৫ কোটি টাকার মুনাফা অর্জন করেছে। যা ২০২১ সালে ছিল ৪৪৪ কোটি টাকা। এছাড়া মেঘনা ব্যাংক ১০৫ কোটি টাকা মুনাফা অর্জন করেছে। যা আগের বছরে ছিল ১০৫ কোটি টাকা।

তবে এসবিএসি ব্যাংকের বিদায়ী বছরে আগের বছরের তুলনায় পরিচালন মুনাফা কম হয়েছে। ২০২২ সালে ব্যাংকটি ২০০ কোটি টাকার পরিচালন মুনাফা করেছে, যা ২০২১ ছিল ২১০ কোটি টাকা।

শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর মধ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশের পর আল-আরাফাহ ব্যাংকের মুনাফা হয়েছে বেশি। বিদায়ী বছরে ব্যাংকটির মুনাফা হয়েছে ৮১০ কোটি টাকা। যা ২০২১ সালে ছিল ৭৫০ কোটি টাকা।

পরিচালন মুনাফা বেড়েছে সোশ্যাল ইসলামী ব্যাংকেরও। ২০২১ সালের ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ৫০১ কোটি টাকা। বিদায়ী ২০২২ সালে ব্যাংকটি ৫৫০ কোটি টাকা পরিচালন মুনাফা অর্জন করেছে।

অন্যদিকে বিদায়ী বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মধ্যে সোনালী ব্যাংক দুই হাজার ৫২০ কোটি টাকার মুনাফা অর্জন করেছে। ২০২১ সালে এ ব্যাংকের মুনাফা ছিল দুই হাজার ১০০ কোটি টাকা।

রূপালী ব্যাংক বিদায়ী বছরে ২১১ কোটি টাকা মুনাফা করেছে। ২০২১ সালে যা ছিল ১৪৭ কোটি টাকা। এছাড়া প্রথমবারের মতো ২ কাটি ৫৪ লাখ টাকার পরিচালন মুনাফা পেয়েছে সিটিজেন ব্যাংক।

আয় থেকে ব্যয় বাদ দিয়ে যে মুনাফা থাকে, সেটিই কোনো ব্যাংকের পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা কোনো ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। এ মুনাফা থেকে খেলাপি ঋণ ও অন্যান্য সম্পদের বিপরীতে প্রভিশন (নিরাপত্তা সঞ্চিতি) সংরক্ষণ এবং সরকারকে কর পরিশোধ করতে হয়। প্রভিশন সংরক্ষণ ও কর-পরবর্তী মুনাফাই হলো একটি ব্যাংকের প্রকৃত বা নিট মুনাফা।

গতকাল শনিবার ব্যাংকগুলোর বিদায়ী বছরের অর্ধবার্ষিকের আয়-ব্যয়ের হিসাব শেষ হয়েছে। তবে পরিচালন মুনাফা বাড়লেও ব্যাংকগুলোর নিট মুনাফা বাড়ার সম্ভাবনা কম। খেলাপি ঋণের চাপ সামলাতে গিয়ে দেশের অনেক ব্যাংকই বিপদে পড়ার আশঙ্কায় রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com