চুয়াডাঙ্গা সংবাদদাতা:
ঘন কুয়াশা ও কনকন শীতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। শুক্রবার (১২ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়। গত কয়েকদিন দুপুরের পর দেখা মিলছে সূর্যের। দিনের বেলায় বাতি জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে।
ঘন কুয়াশার কারণে দৃষ্টি সীমা কমে যাওয়ায় যানবাহন চলাচলের ক্ষেত্রে সর্তকতা অবলম্বনের তাগিদ দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
রকিবুল হাসান জানান, শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। এ সময় দৃষ্টি সীমা ছিল ৯০০ মিটার। এদিন সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। দৃষ্টি সীমা ছিল ৫০০ মিটার। একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস।
চুয়াডাঙ্গায় প্রচণ্ড শীতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন খেটে খাওয়া মানুষ। মানুষের পাশাপাশি কাবু হয়ে পড়েছে পশুপাখি। শীতের কারণে জেলায় সারাদিনের স্বাভাবিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে।