শাহজাদপুর সংবাদদাতা॥
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাস-সিএনজি সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বেলতৈল ইউনিয়নের কাদাই বাদলা মিস্ত্রিপাড়া গ্রামের সুধাম সুত্রধরের স্ত্রী মিতু রানী সুত্রধর (৩০) ও মেয়ে ইচ্ছামনি (৭)।
আহতরা হলেন- সুধাম সুত্রধরের মেয়ে কথামনি সুত্রধর (১২), পলি সুত্রধর (১৮), খুকনি যুগীবাড়ি গ্রামের সৌরভ সুত্রধর (২০), অরুনা সুত্রধর (৫৫), সিএনজিচালক সাঁথিয়া উপজেলার তাইমুল ইসলাম (২৫)।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতাল, বগুড়া ও সিরাজগঞ্জের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। আহত সবার অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে আহত ও নিহতরা শাহজাদপুর থেকে সিএনজিযোগে পাবনা জেলার কাশিনাথপুরে যাচ্ছিলেন। সিএনজিটি মাদলা নামক স্থানে পৌঁছালে চাটমোহর থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মিতু সুত্রধর ও হাসপাতালে নেয়ার পথে মেয়ে ইচ্ছামনি নিহত হয়। চালকসহ অপর যাত্রীরা আহত হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার জানান, নিহতদের লাশ উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় হাটিকুমরুল হাইওয়ে থানায় মামলা দায়েরে প্রস্তুতি চলছে।