স্পোর্টস ডেস্ক॥
দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে লড়ছে বাংলাদেশ ও শ্রীলংকা। বড় লিডে চোখ রেখে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল লংকানরা। সফরকারীদের দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ্যে তৃতীয় দিন মাঠে নেমেছে টাইগাররা। অন্যদিকে শ্রীলংকার লক্ষ্য লিড তিনশ ছাড়ানো।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ৫ উইকেটে ১২৪ রান। প্রথম ইনিংসে ১৮৮ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ইনিংসে ২৮০ রান করা লংকানদের লিড ২১৬ রান।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই কিছুটা চাপে ছিলেন দুই লংকান ওপেনার নিশান মাধুশকা ও দিমুথ করুণারত্নে। নাহিদ রানার বলে চা বিরতির আগে আউট হন মাধুশকা।
কুশল মেন্ডিস ও দিনেশ চান্দিমাল কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। অ্যাঞ্জেলো ম্যাথিউজ করেন ২২ রান। একপ্রান্ত আগলে দারুণ এক অর্ধশতক করেন দিমুথ করুণারত্নে। তবে ফিফটির পরই ৫২ রানে আউট হন তিনি।
দিনের বাকি সময় নির্বিঘ্নে পার করেছেন ধনঞ্জয় ডি সিলভা ও বিশ্ব ফার্নান্দো। বাংলাদেশের হয়ে নাহিদ রানা দুটি এবং শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজ একটি করে উইকেট নেন।
এর আগে ৩ উইকেটে ৩২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। আজও কেউই বেশিক্ষণ টিকতে পারেননি। দলের পক্ষে সর্বোচ্চ ৪৭ রানের ইনিংস খেলেন তাইজুল ইসলাম। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান আসে লিটনের ব্যাট থেকে।
পেসার খালেদ আহমেদের ২২ রানের ইনিংসে শেষ দিকে কিছু রান পায় বাংলাদেশ। শ্রীলংকার হয়ে বিশ্ব ফার্নান্দো চারটি এবং কাসুন রাজিথা ও লাজিরু কুমারা তিনটি করে উইকেট নেন।