মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৫ পুলিশ হত্যা : সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি মুঠোফোনে কথা বলা, রেস্তোরাঁ, পোশাকে ভ্যাট কমানোর আদেশ জারি আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ‘১৩ বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছি’ চাঁদা না দেয়ায় সাতক্ষীরায় বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই: সারজিস আলম ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন মামুন চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা॥ তিনজন মিলে একাধিকবার ছুরিকাঘাত, বুলেটপ্রুফ জ্যাকেট পরেও রক্ষা পাননি তানজিম

৬ গোলের ম্যাচে রোনালদোর হ্যাটট্রিক, জিতল আল নাসর

  • আপডেট সময় রবিবার, ৩১ মার্চ, ২০২৪, ১.৫৬ পিএম
  • ৫২ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহীত

স্পোর্টস ডেস্ক॥

আন্তর্জাতিক বিরতি শেষে ফের মাঠে গড়িয়েছে ক্লাব ফুটবলের মহারণ। আল নাসরের জার্সিতে ফিরেই দাপুটে পারফরম্যান্স করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যদিও জাতীয় দলের খেলায় তাকে নিয়ে সমালোচনা হয়েছিল।

পর্তুগালের হয়ে রোনালদো খেললেই নাকি দলের ভারসাম্য নষ্ট হয়। স্লোভেনিয়ার বিপক্ষে ২-০ গোলে পর্তুগিজরা হারার পর এমনই সমালোচনা হচ্ছিল ‘সিআর সেভেনের’। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী

অবশ্য সমালোচকদের সেই সমালোচনা ভুল প্রমাণ করতে সময় নিলেন না। আল তাইয়ের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে বুঝিয়ে দিলেন এখনও দলের সেরা পারফর্মার তিনি।

রোনালদোর হ্যাটট্রিকে শনিবার রাতে ৫-১ গোলের বিশাল ব্যবধানের জয়ও পেয়েছে আল নাসর। এবারের মৌসুমের দ্বিতীয় হ্যাটট্রিক হলেও ক্যারিয়ারের ৬৪তম।

দলের হয়ে শুরুটা অবশ্য করেছিলেন রোনালদোরই স্বদেশি ওতাভিও। ম্যাচের ২০তম মিনিটে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে বল জালে জড়িয়ে দেন পর্তুগালের মিডফিল্ডার।

লিডটা অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল নাসর। মিনিট দুয়েক পরেই আল তাইয়েকে সমতায় ফেরান ভার্জিল মিসিজান। ৩৬তম মিনিটে এই স্ট্রাইকার লাল কার্ডে মাঠ ছাড়লে বড় ধাক্কা খায় আল তাইয়ে। প্রতিপক্ষের ১০ জনের সুযোগ প্রথমার্ধের যোগ করা সময়েই নিয়ে নেন আল নাসরের ফরোয়ার্ড আবু ঘারাবি, দলকে ২-১ লিড এনে দিয়ে।

দ্বিতীয়ার্ধের পুরো সময়ই রোনালদোর রাজ চলেছে। ৬৪তম মিনিটে প্রথম গোলের দেখা পান পর্তুগালের তারকা। বক্সের মধ্যে থেকে দারুণ এক ভলিতে। ৩ মিনিটের ব্যবধানে পান দ্বিতীয়টি। আর হ্যাটট্রিক পূর্ণ করেন শেষ বাঁশি বাজার ৩ মিনিট আগে। ৮৭তম মিনিটের হ্যাটট্রিক গোলটি ছিল এবারের মৌসুমে সব মিলিয়ে দলের হয়ে ৩ তম।

দলের জয়ে হ্যাটট্রিক করার পর রোনালদো উচ্ছ্বাস প্রকাশ করেছেন সামাজিক মাধ্যমে। উদযাপনের একাধিক ছবি দিয়ে ৩৯ বছর বয়সী তারকা লিখেছেন, ‘এভাবেই আমরা কাজটা করি। অবিশ্বাস্য জয় এবং আরেকটি হ্যাটট্রিক।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com