স্পোর্টস ডেস্ক॥
বাংলাদেশের ব্যাটাররা যেভাবে ব্যাট করছেন, তাতে শ্রীলঙ্কা চট্টগ্রাম টেস্ট জেতার কথা আরও আগেই। তবে লঙ্কানদের সেই জয়ের জন্য শেষ দিনের প্রহর গুনতে বাধ্য করেছেন মুমিনুল হক। ওই দিন বাংলাদেশের হয়ে একমাত্র ফিফটি হাঁকান মুমিনুল।
আজ ম্যাচের শেষ দিনে ফিফটি হাঁকিয়েছেন মেহেদি হাসান মিরাজ। তার ফিফটিতে জয়ের অপেক্ষা আরও একটু বাড়ছে লঙ্কানদের। তবে ৭ উইকেটে ২৬৮ রানে দিনের খেলা শুরু করে অবশ্য এরইমধ্যে একটি উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। ১৪ রানের মাথায় আউট হয়ে গেছেন তাইজুল ইসলাম।
এই প্রতিবেদন লেখার সময় বাংলাদেশের সংগ্রহ ৭৪ ওভারের খেলা শেষে ৮ উইকেটে ২৮৩ রান। মেহেদি ৫৪ রানে আর হাসান মাহমুদ অপরাজিত আছেন ০ রানে।
এর আগে চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দায়িত্বহীন ব্যাটিং করে ফেরেন তিন টপঅর্ডার। ওপেনিংয়ে ৩৭ রানের ছোট জুটি করার পর বোকার মতো বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান মাহমুদুল হাসান জয়। লঙ্কান স্পিনার প্রবাধ জয়সুরিয়াকে পেছনে নেমে কাট করতে গেলে সরাসরি ভেঙে যায় জয়ের স্টাম্প। ৩২ বলে ২৪ রান করেন তিনি।
কিছুক্ষণ পরই জয়ের দেখানো পথে হাঁটেন জাকির হাসানও। খোঁচা মেরে স্লিপে ক্যাচ তুলে উইকেট বিলিয়ে আসলেন এই বাঁহাতি ব্যাটার। ৩৯ বল খেলে মাত্র ১৯ রান করেন জাকির।
তৃতীয় উইকেটে মুমিনুলের সঙ্গে ৪৩ রানের একটি জুটি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে জুটিটি বেশি লম্বা হয়নি শান্তর ২০ রানে ফিরে যাওয়ার কারণে। পেসার লাহিরু কুমারার বলে বোল্ড হন বাংলাদেশ অধিনায়ক।
এরপর বলতে গেলে একাই লড়াই চালিয়ে গেছেন মুমিনুল হক। হাঁকিয়েছেন ফিফটি। প্রবাথ জয়সুরিয়ার বলে লাহিরু কুমারার হাতে ক্যাচ হওয়ার আগে ৮ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৬ বলে ৫০ রান করেন তিনি।
এরপর সাকিব আল হাসান আর লিটন দাস লড়াই করার চেষ্টা করেন। তবে দুজনই সেট হয়ে ইনিংস বড় করতে পারেননি। সাকিব করেন ৩৬, লিটন ৩৮ রান। এরপর ১৫ করে কামিন্দু মেন্ডিসের বলে এলবিডব্লিউ হন শাহাদাত হোসেন দিপু।