রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৩২ অপরাহ্ন

শিক্ষার্থীরা দেশ গড়ার সুযোগ দিয়েছে: ড. ইউনূস

  • আপডেট সময় রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩.২১ পিএম
  • ২১ বার পড়া হয়েছে

টিডিএস ডেস্ক॥

অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তরুণরা অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছে বলেই দেশ আজ বর্তমান পর্যায়ে পৌঁছেছে। দেশ গড়ার যে সুযোগ শিক্ষার্থীরা দিয়েছে, তা কাজে লাগাতে হবে।
রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার শাপলা হলে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, শহিদদের স্বপ্ন বাস্তবায়ন করবো। এটাই আমাদের প্রতিজ্ঞা। এই প্রতিজ্ঞা থেকে বের হয়ে যাওয়ার সুযোগ নেই। যে অত্যাচার নির্যাতন হয়েছে তা সবাইকে জানাতে হবে।
ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর ৮ আগস্ট অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন ড. মুহাম্মদ ইউনূস। পরে তিনি দেশের বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজের প্রতিনিধি, পত্রিকার সম্পাদক, ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেন। এসব মতবিনিময় সভায় রাষ্ট্র সংস্কারে নানান প্রস্তাব উঠে আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com