শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক এমপি মমিন মন্ডলের পিএস সেলিম গ্রেফতার স্বামী-সন্তানসহ হেনরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা এনায়েতপুর থানা লুট, পুকুর সেচে মিলল অস্ত্র সিরাজগঞ্জে ৫০৩ মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূঁজা: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৯২ কেজি গাঁজাসহ ২ জন আটক ১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পুনর্বিবেচনা প্রয়োজন: মির্জা ফখরুল বিদ্যুৎ-জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া কাজ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা গুলি করার হুমকি দিয়ে কৃষকের ৭ গরু চুরি সংস্কার চলা দেশের ব্যাংকিংখাতে সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

সিরাজগঞ্জে ২ ভাইকে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড

  • আপডেট সময় সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪, ৭.৩৩ পিএম
ছবি: টিডিএস

স্টাফ রিপোর্টার॥

সিরাজগঞ্জের চৌহালীতে জমির ওপর পানির ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে বিরোধে দুই ভাইকে হত্যার দায়ে তিনজনকে প্রাণদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে সিরাজগঞ্জ সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ আসামিদের উপস্থিতিতে ছয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন বলে আদালতের পেশকার মনোয়ারুল ইসলাম জানান।
মৃত্যুদণ্ডের পাশাপাশি রায়ে প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন বিচারক। অনাদায়ে তাদের আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন-চৌহালী উপজেলার চর কোঁদালিয়া উত্তরপাড়ার আব্দুর রশিদ মাস্টারের ছেলে নাসির উদ্দিন (৪০), তার বড় ভাই শহিদুল ইসলাম সাচ্চা (৫০) ও একই গ্রামের শমেস আলীর ছেলে ইসরাফিল হোসেন (৬৫)।
মামলার বিবরণে বলা হয়, “জমির ওপর দিয়ে পানির ড্রেন তৈরি করাকে কেন্দ্র করে চর কোঁদালিয়া গ্রামের আন্তাব আলীর সঙ্গে একই এলাকার শহিদুল ইসলাম সাচ্চার কথা কাটাকাটি হয়। ২০১৮ সালের ৭ ডিসেম্বর বিকালে আন্তাবের ছেলে কাওসার আলী পূর্ব কোদালিয়া গ্রামের তাদের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেলে প্রতিপক্ষ নাসির উদ্দিন তাকে মারধর করার চেষ্টা করেন।
“ওই সময় কাওসার ওই বাড়ির একটি ঘরে আশ্রয় নিয়ে ঘটনাটি মোবাইল ফোনে বাড়ির লোকজনকে জানায়। এরপর আন্তাব ও তার বড় ছেলে মিল্টন ঘটনাস্থলে যান। তখন কাওসার ঘর থেকে বের হলে আসামিরা কাওসার ও মিল্টনকে লাঠি দিয়ে মারধর করতে শুরু করে। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা পালিয়ে যায়। পরে দুই ভাইকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ওইদিনই তাদের মৃত্যু হয়।”
এ ঘটনার পরদিন নিহতের মা হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলে পেশকার মনোয়ারুল জানান।ণ্ডরও প্রশংসা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com