স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের ক্যাডারদের অপসারণ ও নার্সদের সঠিক স্থানে পদায়ন নিশ্চিত করার ১ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নার্সিং সংস্কার পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা।
রবিবার ( ১৫ সেপ্টেম্বর) বেলা ১২:০০ টার দিকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে এই কর্মসূচী পালন করা হয়।
উক্ত হাসপাতালের নার্সিং সেবা তত্ত্বাবধায়ক লাভলী ইয়াসমিন-এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং মিছিলটি পূণরায় ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এসময় বিক্ষোভকারীরা তাদের দাবী অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে উক্ত স্থানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করে।
অবস্থান কর্মসূচীতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ নাসিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রেহানা আক্তার, শেখ হাসিনা নাসিং কলেজের অধ্যক্ষ্য মোছাঃ তাসলিমা খাতুন, ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রেজা-ই-রাব্বি, মো. আব্দুল মমিন, মোঃ রবিউল ইসলাম এবং পপি খানম, সিরাজগঞ্জ নাসিং ইনস্টিটিউটের ৩য় বর্ষের ছাত্র আহসান হাবিব সোহাগ, সাফা মক্কা নাসিং ইনস্টিটিউটের ৩য় বর্ষের ছাত্র মো: সোলাইমান এবং সিরাজগঞ্জ নার্সিং মিডওয়াইফারী ইনস্টিটিউট ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব জেনারেল হাসপাতালের নার্সিং-এ অধ্যায়নরত শিক্ষার্থীরা।