শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাবেক এমপি মমিন মন্ডলের পিএস সেলিম গ্রেফতার স্বামী-সন্তানসহ হেনরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা এনায়েতপুর থানা লুট, পুকুর সেচে মিলল অস্ত্র সিরাজগঞ্জে ৫০৩ মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূঁজা: প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে ৯২ কেজি গাঁজাসহ ২ জন আটক ১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পুনর্বিবেচনা প্রয়োজন: মির্জা ফখরুল বিদ্যুৎ-জ্বালানি খাতে প্রতিযোগিতা ছাড়া কাজ দেওয়া হবে না: জ্বালানি উপদেষ্টা গুলি করার হুমকি দিয়ে কৃষকের ৭ গরু চুরি সংস্কার চলা দেশের ব্যাংকিংখাতে সহায়তার আশ্বাস বিশ্বব্যাংকের

চুক্তির মেয়াদ শেষের আগেই কোচিং ছাড়লেন লেহম্যান

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬.০৪ পিএম
ছবি: সংগ্রহীত

টিডিএস ডেস্ক॥

অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ ড্যারেন লেহম্যান আসন্ন গ্রীষ্ম মৌসুমে রেডিও ধারাভাষ্যের চাকরি নিতে কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। চুক্তির মেয়াদ শেষের এক বছর আগেই তিনি বিগ ব্যাশের দল ব্রিসবেন হিট ও রাজ্য দল কুইন্সল্যান্ডের সহকারী কোচের ভূমিকা থেকে সরে গেলেন।
এবিসি স্পোর্টে পূর্ণকালীন রেডিও ধারাভাষ্যকার হিসেবে ৫৪ বর্ষী লেহম্যান। যার ফলে আপাতত তার কোচিং ক্যারিয়ারের ইতি ঘটছে বলেই ধারণা করা যায়।
এ বছরের শুরুতে ওয়েড সেকম্বের দায়িত্ব ছাড়ার পর নতুন প্রধান কোচ জোহান বোথার অধীনে লেহম্যান কোচিং চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু এবিসি স্পোর্টে ধারাভাষ্যকার হিসেবে তিনি নির্বাচিত হন। আগামী গ্রীষ্মের বর্ডার-গাভাস্কার সিরিজ এবং বিগ ব্যাশ লিগে তাকে মাইক্রোফোন হাতে দেখা যাবে।
সম্প্রতি অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন লেহম্যান। অ্যাডিলেড পরে কোচ হিসেবে টিম পেইনকে ও রেনেগেডস ক্যামেরন হোয়াইটকে বেছে নেয়।
নিজের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে লেহম্যান বলেন, আমি কোচিং যাত্রায় দুর্দান্ত এক সময় কাটিয়েছি। সময়গুলো থেকে অনেক প্রিয় স্মৃতি নিয়ে ফিরছি। আমি কুইন্সল্যান্ড এবং হিট-এ সকলের ভবিষ্যতের জন্য সেরাটা ছাড়া আর কিছুই চাই না। কুইন্সল্যান্ডে আমার সময়কে এত আনন্দদায়ক এবং পরিপূর্ণ করার জন্য স্টাফ এবং খেলোয়াড়দের গ্রুপের সকল সদস্যকে ধন্যবাদ।
খেলোয়াড়ি জীবনে লেহম্যান অজিদের হয়ে ২৭ টেস্ট ও ১১৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। অবসরের পর তিনি কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com