শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:২৩ অপরাহ্ন

শাহজাদপুরে যৌথ বাহিনীর অভিযান: অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে আটক ১

  • আপডেট সময় বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৪.২৭ পিএম
  • ৭ বার পড়া হয়েছে
ছবি: টিডিএস

সেলিম তালুকদার, শাহজাদপুর (সিরাজগঞ্জ)॥
সিরাজগঞ্জের শাহজাদপুরে পানি উন্নয়ন বোর্ডের বালু অবৈধভাবে বিক্রি বন্ধে যৌথ বাহিনীর একটি অভিযান পরিচালিত হয়েছে।
এসময় বালু বিক্রির দায়ে আলমাছ প্রামাণিক (৩২) নামের ১ জনকে আটক, ৪টি ট্রাক ও একটি ভেকু মেশিন জব্দ করা হয়েছে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১:০০টায় শাহজাদপুর উপজেলার বাজিয়ারপাড়ায় সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী এই অভিযান পরিচালনা করে।
জানা যায়, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি না নিয়েই দীর্ঘদিন যাবৎ বালু সম্রাট খ্যাত আনিস প্রামাণিক অবৈধভাবে কোটি কোটি টাকার বালু বিক্রি করে আসছিল।
খবর পেয়ে সেনাবাহিনীর উল্লাপাড়া ক্যাম্প কমান্ডার মেজর রেজওয়ানের নেতৃত্বে যৌথ বাহিনী সেখানে অভিযান চালায়। এসময় থানার উপ-পরিদর্শক শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে উপস্থিত ছিল।
যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারী ও পরিবহনে জড়িতরা পালিয়ে যায়। পরে বালু বিক্রির কোন বৈধ কাগজপত্র না দেখাতে পারায় মূল অভিযুক্ত আনিস প্রামাণিকের ভাই আলমাছ প্রামাণিককে আটক করা হয়। সেই সাথে বালু পরিবহন কাজে ব্যবহৃত ৪টি ট্রাক ও একটি ভেকু মেশিন জব্দ করা হয়।
পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মুশফিকুর রহমান।
এই বিষয়ে মেজর রেদওয়ান বলেন, অভিযানের সময় মূল অভিযুক্ত আনিস প্রামাণিককে পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে তার ভাই আলমাছ প্রামাণিককে আটক করে থানায় পাঠানো হয়েছে। অবৈধভাবে বালু বিক্রির দায়ে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।
খোঁজ নিয়ে জানা যায়, আনিস প্রামাণিক উপজেলার দরগার চরের চান প্রামাণিকের বড় ছেলে । তিনি একসময় দরগাহপাড়া করতোয়া নদীর খেয়া ঘাটে নৌকার মাঝি ছিল। পরে আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িয়ে বিগত সরকারের আমলে শাহজাদপুর উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালুর ব্যবসা ও বাংলা পেট্রোলের ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন।
বালুর একচ্ছত্র অধিপতি হওয়ায় প্রভাবশালী আওয়ামীলীগ নেতাদের বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচিতে তিনিই অর্থায়ন করে থাকতেন বলে একাধিক সূত্র জানিয়েছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com