রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ পূর্বাহ্ন

নলডাঙ্গায় বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান

  • আপডেট সময় বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ১.০৭ পিএম
  • ২৪ বার পড়া হয়েছে
ছবি: নাটোর প্রতিনিধি/টিডিএস

নাটোর প্রতিনিধি॥

নাটোরে নলডাঙ্গা উপজেলায় ছাগল ও ভেড়ার ভাইরাসজনিত মহামারি পিপিআর রোগ প্রতিরোধে বিনামূল্যে ২য় ডোজ করে টিকা প্রদান করা হয়েছে।

এই উপলক্ষ্যে নলডাঙ্গা উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, নাটোরে নলডাঙ্গা মাধনগর ইউনিয়নে এই কর্মসূচীর শুভ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজিত হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ পবিত্র কুমার।এ সময় আরো উপস্থিত ছিলেন, এলডিডিপি প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা:শারমিন আকতার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

২০৩০ সালের মধ্যে দেশকে পিপিআর মুক্ত করার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের অর্থায়নে এবং নাটোর জেলা প্রাণিসম্পদ দপ্তরের নিবিড় তত্বাবধায়নে নলডাঙ্গা উপজেলা ৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ০১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর ২০২৪ তারিখ পর্যন্ত এই কর্মসূচী বাস্তবায়িত হবে।উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ পবিত্র কুমার বলেন, পিপিআর রোগ একটি ভাইরাসজনিত রোগ। সাধারণত সারা বছরই এ রোগে পশু আক্রান্ত হয়ে থাকে। তবে বর্ষাকাল ও শীতের সময় এ রোগ বেশি দেখা যায়। এ রোগে আক্রান্ত পশুর মৃত্যুহার আশি শতাংশ।

তিনি আরও জানান, সাধারণত এ রোগের টিকা বাইরে খু্ব একটা পাওয়া যায়না। তাই খামারীসহ যারা ছাগল-ভেড়া পালন করেন, তারা যাতে এ রোগ দ্বারা ক্ষতিগ্রস্থ না হয়, সে কারণে সরকারিভাবে টিকা প্রদান কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। উপজেলা প্রাণিসম্পদ অফিসের ডাক্তারদের পাশাপাশি পাশাপাশি সেচ্ছাসেবক দ্বারা উপজেলার ইউনিয়নের ঘোষণাকৃত স্থানে এ কার্যক্রম পরিচালনা করা হবে।

ছাগল ও ভেড়ায় বিনামূল্যে পিপিআর রোগের টিকা প্রদান কার্যক্রম বিষয়ে নলডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান আকরামুল হক বলেন,খামারী-জনসাধারণকে এলাকাভিত্তিক ফ্রি ভ্যাক্সিনেশন ক্যাম্পে উপস্থিত হয়ে নিজেদের ছাগল ও ভেড়ায় টিকা গ্রহনের আহ্ববান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com