রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১১:১০ পূর্বাহ্ন

মিডিয়া দায় এড়াতে পারে না..!

  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১২.৫৪ পিএম
  • ৭ বার পড়া হয়েছে
মতিউর রহমান চৌধুরী। ছবি: সংগৃহীত

অর্থনীতিতে মিডিয়া ট্রায়ালের প্রভাব প্রসঙ্গে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, মিডিয়া ট্রায়াল শুধু কাউকে হেয় প্রতিপন্নই করে না, অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব নানামুখী।



টিডিএস ডেস্ক



অর্থনীতিতে মিডিয়া ট্রায়ালের প্রভাব প্রসঙ্গে দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেছেন, মিডিয়া ট্রায়াল শুধু কাউকে হেয় প্রতিপন্নই করে না, অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব নানামুখী।

তিনি বলেন, মিডিয়া ট্রায়ালের লক্ষ্যবস্তু যদি কোনো ব্যবসায়ী হন, তবে এটা তার ব্যবসাবাণিজ্যে ধস নামিয়ে দিতে পারে। এতে দেশি-বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হয়। অর্থনীতিতে স্থবিরতা দেখা দেয়। অনেক মানুষ কর্মহীন হয়ে পড়ে। মিডিয়া এর দায় এড়াতে পারে না। তাই খবর প্রকাশের আগে গণমাধ্যমকেও সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। প্রকৃত সত্য খুঁজে বের করা মিডিয়ার দায়িত্ব।

মঙ্গলবার (৫ অক্টোবর) দেশের জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি কথাগুলো বলেন। মতিউর রহমান চৌধুরী বলেন, যারা টাকা পাচার করে, ব্যাংক থেকে টাকা নিয়ে টাকা ফেরত দেয় না, যারা লুটের সঙ্গে জড়িত, তাদের বিচার অবশ্যই হতে হবে। তবে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে কারও ক্ষতি করা কাম্য নয়। আমাদের মধ্যে এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা রয়েছে। তাই অনেক সময় যাচাইবাছাই ছাড়াই সংবাদ প্রকাশ করে ফেলি। কিন্তু ওই সংবাদের প্রভাব নিয়ে ভাবী না।

তিনি আরও বলেন, ‘ওয়ান-ইলেভেনে’র সময় আমরা মিডিয়া ট্রায়ালের পরিণতি দেখেছিলাম। দেশের ব্যবসাবাণিজ্যে ধস নেমেছিল। অনেক মানুষ কর্মহীন হয়েছিল। যদিও আখেরে দেখা যায় ব্যবসায়ীদের বিরুদ্ধে তেমন কিছুই করা হয় না বা করা যায় না। কিন্তু মিডিয়া ট্রায়ালের কারণে সামগ্রিক অর্থনীতিতে যে নেতিবাচক প্রভাব পড়ে, তার প্রভাব বইতে হয় দীর্ঘদিন। এতে করে সৎ ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। নতুন কোনো ব্যবসায় তারা আগ্রহী হন না। বিদেশি বিনিয়োগকারীরা ফিরে যায়। নতুন বিনিয়োগ আসে না। অর্থনীতিতে স্থবিরতা দেখা দেয়। এক্ষেত্রে খবর প্রকাশে আমাদের মিডিয়াকেও সতর্ক হতে হবে। মিডিয়ার দায়িত্ব প্রকৃত সত্য খুঁজে বের করা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com