রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন

মার্কিন নির্বাচন: সিনেটে ট্রাম্পের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত

  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১২.৫৭ পিএম
  • ৯ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

বুধবার (৬ নভেম্বর) মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে ১০০ আসনের মধ্যে রিপাবলিকান ইতোমধ্যে ৫১টি নিশ্চিত করেছে।


টিডিএস ডেস্ক



মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। ফলাফলে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট এবার রিপাবলিকানদের নিয়ন্ত্রণে যাচ্ছে।

বুধবার (৬ নভেম্বর) মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সিনেটে ১০০ আসনের মধ্যে রিপাবলিকান ইতোমধ্যে ৫১টি নিশ্চিত করেছে। অন্যদিকে ডেমোক্রেটরা পেয়েছে ৪২ আসন। এর আগে বাইডেন আমলে সিনেট ৫১-৪৯ আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল ডেমোক্রেটরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে। নির্বাচনের সবশেষ পাওয়া ফলাফলে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ২৪৭টি ইলেকটোরাল কলেজ ভোট পেয়েছেন। অপরদিকে, ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২১০টি ইলেকটোরাল কলেজ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com