রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৮:৪১ পূর্বাহ্ন

তিন মাসে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ১.৩০ পিএম
  • ১০ বার পড়া হয়েছে

টিডিএস ডেস্ক



বিএনপি দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখতে জনগণকে সাথে নিয়ে সংগ্রাম-আন্দোলন চালিযে যাবে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া রাষ্ট্রের বিভিন্ন সংস্কার পদক্ষেপে বর্তমান সরকার কার্যকরী ভূমিকা রাখছে বলেও তিনি জানান।

মির্জা ফখরুল বলেন, বিএনপি সংগ্রাম করছে, লড়াই করছে। আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিএনপিকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছিলো, তারা নির্যাতন নিপীড়ন করে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করতে চেয়েছিলো, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলো। কিন্তু আল্লাহর রহমতে এই ফ্যাসিস্ট সরকার ও তাদের আধিপত্যবাদকে পরাজিত করা হয় তৃতীয় বারের মতো।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকালে সাবেক প্রেসিডেন্ট শহিদ জিয়ার সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব সাংবাদিকদের এ কথা বলেন। এসময় তিনি বলেন, আজকে শপথ নিয়েছে বিএনপি কর্মীরা, জনগণকে সাথে নিয়ে আধিপত্যবাদকে রুখে দিয়ে স্বাধীনতা অক্ষুণ্ন রাখবো, সংগ্রাম ও আন্দোলন চালিযে যাবে।

‘অন্তর্বর্তী সরকার তিন মাসে কোনো কার্যকরী ভূমিকা রাখতে পেরেছে?’ সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, অবশ্যই বর্তমান সরকার কার্যকরী ভূমিকা রেখেছে, অনেকগুলো কাজ করেছে তারা। সবাই যদি সহযোগিতা করে এই সরকারকে তাহলে উপযুক্ত ও যৌক্তিক সময়ে তারা নির্বাচন দিলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে তা পূরণে সক্ষম হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com