ডেস্ক রিপোর্ট॥
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের একটি গ্রামের দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে চকোলেটের লোভ দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মুদি দোকানির বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার (২৬ মার্চ) রাতে শিশুটির বাবা বাদী হয়ে ওয়াহেদ আলী (৬০) নামের ওই মুদি দোকানিকে আসামি করে কলমাকান্দা থানায় একটি ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে তাকে নেত্রকোনা আদালতে প্রেরণ করেছে পুলিশ। ওয়াহেদ আলী উপজেলার রংছাতি ইউনিয়নের গুনাপাড়া গ্রামের মৃত সাত্তারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটি প্রায় সময়ই চকোলেট, বিস্কুট ও অন্যান্য খাবার কিনতে ওয়াহেদ আলীর দোকানে যেত। সে ওয়াহেদ আলীকে নানা বলে ডাকত। গত রবিবার (২৩ মার্চ) দুপুর ২টার দিকে শিশুটিকে চকোলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে ডেকে নিয়ে যান ওয়াহেদ। এ সময় তিনি শিশুটির শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেন।
এক পর্যায়ে জোরপূর্বক ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মা-বাবার কাছে বিষয়টি খুলে বললে তার বাবা গত বুধবার কলমাকান্দা থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন বলেন, ‘ঘটনাটি আমরা বুধবার জানতে পেরে ওই দিনই বৃদ্ধকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন।
এ মামলায় অভিযুক্ত ওয়াহেদ আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।’