স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের চৌহালীতে এসএসসি পরীক্ষার শুরুর ২০ মিনিট পরই ফেসবুকের মেসেঞ্জার গ্রুপে ইংরেজি প্রথশপত্রের প্রশ্ন ফাঁস হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৫ এপ্রিল ‘আমাদের চৌহালী’ নামের একটি গ্রুপ থেকে ওই প্রশ্ন ফাঁস করা হয়। ফেসবুকে ছড়িয়ে পড়ার পর উপজেলা প্রশাসনের তৎপরতায় ৪০ মিনিট পর ওই গ্রুপ থেকে আপলোড করা প্রশ্নপত্র সরিয়ে ফেলা হয়।
আমাদের চৌহালী’ নামের ফেসবুক গ্রুপটির অ্যাডমিন মনিরুল ইসলাম চৌহালী উপজেলার খাসপুকুরিয়া এলাকার বাসিন্দা।
বর্তমানে তিনি ঢাকায় একটি মার্কেটিং কম্পানিতে কর্মরত আছেন। গত ১০ বছর যাবৎ গ্রুপটি পরিচালনা করছেন তিনি।
চৌহালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমাদের চৌহালী’ গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলামের বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি আইনে ব্যবস্থা নিতে থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁস হলেও দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ায় পরীক্ষায় এর কোনো প্রভাব পড়েনি বলে দাবি করেন তিনি।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন সন্ধ্যায় বলেন, বিষয়টির তদন্ত চলছে। তথ্য-প্রযুক্তি আইনে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
এ বিষয়ে ‘আমাদের চৌহালী’ গ্রুপের অ্যাডমিন মনিরুল ইসলাম সন্ধ্যায় মোবাইল ফোনে বলেন, ‘সানজিদা ইসলাম নামে একটি ফেসবুক আইডি থেকে মঙ্গলবার সকাল ১০টা ২০টা মিনিটে মেসেঞ্জার গ্রুপে প্রশ্নপত্রটি পোস্ট করা হয়। পরবর্তীতে পোস্টকারী নিজেই তা ডিলিট করেন।
সানজিদা ইসলাম নামের আইডিটি আসল নাকি ভুয়া জানতে পারিনি। তবে বিষয়টি বিব্রতকর।’