শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে ৫ ডাকাত গ্রেপ্তার

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫, ৮.৪২ পিএম
  • ১৩ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুরাতন ব্যাটারি গলানোর কারখানায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, কাভার্ডভ্যান ও লুট হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে।

গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন- তাড়াশ উপজেলার পলাশী গ্রামের মজনু প্রামানিকের ছেলে লাবু প্রামানিক (৪০), বড় পাওতা গ্রামের দবির সেখের ছেলে শামীম হোসেন (৩৪) ও সাচানদিঘী গ্রামের মৃত মজনু শাহের ছেলে ইয়াকুব শাহ (২৩) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুরী গ্রামের ওয়াহাব আলী পলানের ছেলে ওয়াসিম পলান (২৩) ও একই উপজেলার বারুতুপা গ্রামের মৃত আজিবরের ছেলে জাহিদুল ইসলাম (২৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, তাড়াশ উপজেলার হেদারখাল এলাকায় অবস্থিত পুরাতন অটো ও চার্জার গাড়ির ব্যাটারি গলিয়ে সিসা বের করার কারখানায় গত ১৩ মার্চ ডাকাতির ঘটনা ঘটে। ২৫ থেকে ৩০ জনের একটি ডাকাত দল কারখানায় ঢুকে শ্রমিকদের বেঁধে রেখে ৭০ হাজার নগদ টাকাসহ  প্রায় ৩৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় তাড়াশ থানায় ডাকাতি মামলা হয়।

এতে আরো বলা হয়, এ ঘটনার এক মাস পর গত রবিবার (১৩ এপ্রিল) রাতে গাজীপুর থেকে দুই ডাকাত এবং সোমবার (১৪ এপ্রিল) ভোরে তাড়াশ থেকে ৩ জনসহ মোট ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

এরপর তাদের দেওয়া তথ্যমতে ডাকাতির কাজে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান, ৩টি চাইনিজ কুড়াল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়। একই দিন বিকেলে গ্রেপ্তারদের আদালতে হাজির করা হলে তারা ৫ জনই ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবাববন্দি দেন। সন্ধ্যার পর বিচারক তাদের জেলহাজতে প্রেরণ করেন। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com