স্পোর্টস ডেস্ক
আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই বিতর্কের মাঝে ছিলেন সাকিব আল হাসান। বৈষম্যবিরোধী আন্দোলনের সময়য় নীরব ভূমিকা পালন করেছিলেন। তার ওপর তিনি ছিলেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যও। পট পরিবর্তনের পর একাধিক মামলায় জড়িয়েছে তার নাম। বর্তমানে নিরাপত্তাজনিত কারণে দেশে আসতে পারছেন না। অবশেষে সব ঘটনা নিয়ে মুখ খুলেছেন দেশসেরা এই অলরাউন্ডার। দেশের একটি ইংরেজি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন,তার বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেসব থেকে নিজের নাম মুছতে যে কোনও ধরনের তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত তিনি।
রাজনীতিতে যোগ দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘দেখুন, আসল কথা হলো, রাজনীতিতে যোগ দেওয়া যদি আমার ভুল হয়ে থাকে, তাহলে ভবিষ্যতে যে-ই রাজনীতিতে যোগ দিক না কেন, সেও ভুল করবে। সেটা ডাক্তার হোক, ব্যারিস্টার হোক, ব্যবসায়ী হোক—যেই রাজনীতিতে যোগ দিক না কেন, সেটা ভুল হবে। কিন্তু রাজনীতিতে যোগ দেওয়া যেকোনো নাগরিকের অধিকার, এবং যে কেউ তা করতে পারে। মানুষ আপনাকে ভোট দিক বা না দিক, সেটা তাদের ব্যাপার। আমি মনে করি আমি যখন যোগ দিয়েছিলাম, তখন সঠিক ছিলাম, এবং এখনও বিশ্বাস করি আমি সঠিক ছিলাম, কারণ আমার উদ্দেশ্য ছিল মাগুরার মানুষের জন্য কাজ করা।’
‘আমার মনে হয়েছিল আমি তাদের জন্য কিছু করতে পারব, এবং আমার এটাও মনে হয়েছিল যে মাগুরার মানুষ আমাকে চায়। আমি বিশ্বাস করি আমার নির্বাচনী এলাকায় একটি সুষ্ঠু নির্বাচন হয়েছিল, এবং আমার মনে হয় না কারো সংশয় আছে যে আমি আবার দাঁড়ালে আমি ছাড়া অন্য কেউ জিতবে। তাই স্বাভাবিকভাবেই, আমি আমার কাজে কোনো ভুল দেখি না। যখন আমি নির্বাচনে দাঁড়াই, তখন আমি মাগুরার মানুষের সেবা করার সুযোগ চেয়েছিলাম, এবং মানুষ আমাকে সেই সুযোগ দিয়েছিল। দুর্ভাগ্যবশত, আমি তাদের যেভাবে সেবা করতে চেয়েছিলাম, সেভাবে পারিনি, এবং এটা আমি মেনে নিই।’
রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়ে সাকিব বলেন, ‘দেখুন, মানুষ যতই বিতর্ক করুক যে আমার রাজনীতিতে আসা সঠিক সিদ্ধান্ত ছিল না, তবে যারা এটা বলছে তাদের বেশিরভাগই আমার এলাকার ভোটার নয়। মাগুরার ভোটাররা অবশ্য ভিন্নভাবে চিন্তা করে, এবং সেটাই আসল কথা। আমি এখনও বিশ্বাস করি যে আমি যদি আজ নির্বাচনে দাঁড়াই, মাগুরার মানুষ আমাকে ভোট দেবে, কারণ তারা বিশ্বাস করে আমি তাদের জন্য কিছু করতে পারব।’
‘এটা আমার বিশ্বাস, এবং সেই কারণেই আমি রাজনীতিতে যোগ দিয়েছিলাম। আমি যে কথাটি বারবার বলি তা হলো, আপনি যদি সিস্টেমের ভেতরে না আসেন, তাহলে কীভাবে পরিবর্তন আনবেন? আমার উদ্দেশ্য সৎ ছিল।’
টাইগার এই অলরাউন্ডারের মতে কারো ক্ষমতাই দীর্ঘ নয়, পালাবদল অনিবার্য এবং প্রকৃতির নিয়মে সেটা হবেই, ‘এখন যারা ক্ষমতায় আসছে, তারা চিরকাল থাকবে না। এটাই প্রকৃতির নিয়ম—সেটা ১০ বছর হোক বা ২০ বছর, তারাও চিরকাল একই জায়গায় থাকবে না। যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে, তারাও চিরকাল থাকবে না, এবং এভাবে চলতেই থাকবে। চক্র চলতে থাকে, এবং কখন শেষ হবে তা আপনি অনুমান করতে পারবেন না।’