স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ পুরাতন পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো এরানদহ পুরাতন পাড়ার মেনহাজ আলীর মেয়ে আলফা খাতুন (৪) ও আলহাজ আলীর ছেলে হোসেন আলী (৫)। এরা দুজন সম্পর্কে চাচা-ভাতিজি।
স্থানীয় বাসিন্দা রাসেল রহমান জানান, ওই দুই শিশু বাড়ির পাশে খেলা করার সময় পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে তাদের মরদেহ ভেসে ওঠে। এরপর স্বজনরা তাদের উদ্ধার করে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।