শনিবার, ১৭ মে ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরী সংস্কারের নামে নির্বাচন বন্ধ রাখার অর্থই হয় না: টুকু সিরাজগঞ্জে অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদন কারখানাটি সিলগালা সিরাজগঞ্জে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচারের দাবি উল্লাপাড়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি,জমি ও পুকুর দখলের অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন রায়গঞ্জে চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কচ্ছপ গতিতে চলছে এলেঙ্গা-রংপুর চারলেন ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজ: বর্ধিত মেয়াদেও কাটছেনা অনিশ্চয়তা এনায়েতপুরে সড়ক সংস্কারে দাবিতে এলাকাবাসীর  মানববন্ধন যারা আ. লীগের সঙ্গে আঁতাত করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না : টুকু সাবেক এমপি আজিজের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন

হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরী

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৯.১৫ পিএম
ছবি: টিডিএস


স্টাফ রিপোর্টার॥



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে কলেজ ছাত্র আসিফ হোসাইন (১৯) হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৬ মে) দুপুর ৩টায় সিরাজগঞ্জ সদর আমলী আদালতে জান্নাত আরা হেনরীকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানি শেষে বিচারক কে.এম শাহরিয়ার বাপ্পি ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল বলেন, কলেজ ছাত্র হত্যা মামলায় জান্নাত আরা হেনরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ দিনের রিমান্ড আবেদন করেছিল পুলিশ। বিচারক ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

গত ২৩ মার্চ সিরাজগঞ্জ সদর আমলী আদালতে জান্নাত আরা হেনরীসহ আওয়ামীলীগের ৭৭ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০-৩০০ জনকে অজ্ঞাত আসামী নিহত কলেজ ছাত্র আসিফ হোসাইনের মা আসমানী খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। এই মামলায় প্রধান আসামি জান্নাত আরা হেনরী।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, আমার ছেলে (বাদী) আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখ বাংলাদেশে চলমান বৈষম্য বিরোধী আন্দোলনে সক্রিয় কর্মী ছিল। ২০২৪ সালের ৪ আগস্ট সকাল বেলায় ছাত্র সমন্বয়কদের ডাকে আসিফ হোসাইন আন্দোলনে যোগ দেওয়ার উদ্যেশ্যে বাড়ি থেকে বের হয়। শহরের চৌরাস্তা মোড়ে ছাত্র আন্দোলনে অংশ নেয়। দুপুর পর্যন্ত আসিফ অন্যান্য ছাত্রদের সাথে সেখানে উপস্থিত ছিলো। দুপুর ২টার দিকে শহরের ভিক্টোরিয়া কোয়ার্টার থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামীলীগের নেতাকর্মীরা সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়ের নেতৃত্বে সকল আসামীসহ অজ্ঞাতনামা আসামীরা অবৈধ পিস্তল, সাটারগান, বন্দুক, হাত বোমা, পেট্রোল সহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে চৌরাস্তা মোড়ে এসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালায়। এসময় ছাত্র জনতা বিভিন্ন স্থানে ছোটাছুটি করতে থাকে। এসময় আসামীরা কলেজ ছাত্র আসিফ হোসাইন ও তার বন্ধু শাহীন শেখকে এলোপাথারী মারপিট করে হত্যা করে। পরে তাদের লাশ সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী বাড়ির বাথরুমে লুকিয়ে রাখে। পরে গানপাউডার দিয়ে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয়।

কলেজ ছাত্র আসিফ হোসাইনের লাশ সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। লাশ শনাক্তের জন্য পরিবারের সদস্যদের ডিএনএ টেষ্ট করা হয়। পরিবারের সঙ্গে ডিএনএ টেস্টে প্রমাণ মিললে চলতি বছরের ৪ মার্চ আসিফের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ২৩ মার্চ মামলাটি দায়ের করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com