ডেস্ক রিপোর্ট॥
ঈদযাত্রায় রাষ্ট্রীয় মালিকানাধীন পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) মঙ্গলবার (২ এপ্রিল) থেকে টিকিট বিক্রি শুরু করেছে। এসব টিকিট বিক্রি চলবে আগামী ১৪ এপ্রিল পর্যন্ত।
বিআরটিএ সূত্রে জানা গেছে, বিভিন্ন কাউন্টার থেকে ঈদের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। সিটি সার্ভিসের জন্য সীমিতসংখ্যক বাস রেখে বাকিগুলো ঈদযাত্রায় নামানোর পরিকল্পনা রয়েছে। আর ভাড়া নেয়া হবে সরকার নির্ধারিত হারে।
এ বিষয়ে বিআরটিএর চেয়ারম্যান তাজুল ইসলাম বলেছেন, ঈদে বাড়তি ভাড়া নেয়া ঠেকাতে, মাঠে থাকবে ভ্রাম্যমাণ আদালত। ঈদযাত্রা উপলক্ষে আগে থেকেই এ নিয়ে প্রস্তুতি নেয়া হয়েছে। ঈদুল ফিতর উপলক্ষে ৫ এপ্রিল শুরু হবে বিআরটিসির ঈদ স্পেশাল সার্ভিস, চলবে ১৪ এপ্রিল পর্যন্ত।
যেসব ডিপোতে টিকিট পাওয়া যাবে-
মতিঝিল ডিপো: রংপুর, বগুড়া, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা ও লালমনিরহাট।
কল্যাণপুর ডিপো: আরিচা, পাটুরিয়া, ভাঙ্গা, গোপালগঞ্জ ও বরিশাল।
গাবতলী ডিপো: রংপুর, বরিশাল, খুলনা, গোপালগঞ্জ ও পাটুরিয়া।
জোয়ার সাহারা ডিপো: রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, নওগাঁ, বরিশাল ও বগুড়া।
মিরপুর ডিপো: রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, মাওয়া, পাটুরিয়া, সিরাজগঞ্জ, বগুড়া, গোপালগঞ্জ, ভাটিয়াপাড়া ও ময়মনসিংহ।
মোহাম্মদপুর ডিপো: রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, নওগাঁ, বগুড়া, রাজশাহী, ময়মনসিংহ, পাটুরিয়া, বরিশাল ও গোপালগঞ্জ।
গাজীপুর ডিপো: ময়মনসিংহ, রংপুর, পাবনা, বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও ও কুড়িগ্রাম।
যাত্রাবাড়ী ডিপো: রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, ভাঙ্গা, ফরিদপুর ও বরিশাল।
নারায়ণগঞ্জ ডিপো: রংপুর, কুষ্টিয়া, জামালপুর, নওগাঁ, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজশাহী ও ভাঙ্গা।
কুমিল্লা ডিপো: সিলেট ও সুনামগঞ্জ।
নরসিংদী ডিপো: স্বরূপকাঠী (পিরোজপুর), রংপুর, নওগাঁ, কিশোরগঞ্জ, গোপালগঞ্জ ও বগুড়া।
সিলেট ডিপো: ময়মনসিংহ, রংপুর ও লক্ষ্মীপুর।
দিনাজপুর ডিপো: ঢাকা।
সোনাপুর (নোয়াখালী) ডিপো: রংপুর, বরিশাল ও ময়মনসিংহ।
বগুড়া ডিপো: যশোর, রংপুর ও বরিশাল।
রংপুর ডিপো: পঞ্চগড়, রংপুর, লালমনিরহাট, নারায়ণগঞ্জ ও পিরোজপুর।
খুলনা ডিপো: রংপুর, কিশোরগঞ্জ ও ঢাকা।
পাবনা ডিপো: গাজীপুর, কুষ্টিয়া ও ঢাকা।
ময়মনসিংহ ডিপো: গাইবান্ধার সুন্দরগঞ্জ, ঠাকুরগাঁও, লালমনিরহাট, শেরপুর, ঘাটাইল, সিলেট ও ঢাকা।
চট্টগ্রাম ডিপো: রংপুর, বরিশাল ও ভোলা।
টুঙ্গিপাড়া ডিপো: ঢাকা, চিলমারী ও পাটগাতী।
বরিশাল ডিপো: ঢাকা, রংপুর ও কুয়াকাটা।
বিআরটিসি জানিয়েছে, ঈদের সময় যাত্রীরা চাইলে তাদের বাস রিজার্ভ করতে পারবেন।